খেলা

সাতক্ষীরায় ৩৭তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ উদ্বোধন

By Daily Satkhira

April 16, 2017

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ৩৭তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ-২০১৬-১৭ সাতক্ষীরা ভেন্যুর খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে সাতক্ষীরা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি’র) আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. আলতাফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক ও ক্রিকেট কমিটির চেয়ারম্যান এ.এফ.এম এহতেশামূল হক, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান প্রমুখ। সাতক্ষীরা ভেন্যুর উদ্বোধনী খেলায় পাবনা জেলা ক্রিকেট দল টসে জয়লাভ করে ব্যাটিংয়ের সির্দ্ধান্ত নেয় এবং রংপুর জেলা দলকে ফিল্ডিংয়ের আমন্ত্রন জানায়। এছাড়া সাতক্ষীরা ভেন্যুতে আরো খেলবে মানিকগঞ্জ ও ঝালকাটি জেলা দল।  সাতক্ষীরায় ৩৭ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ-২০১৬-১৭ সাতক্ষীরা ভেন্যুর খেলার আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গীর, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক ও ক্রিকেট সম্পাদক শেখ আব্দুল কাদের, ট্রেজারার শাহ-আলম সানু, নির্বাহী সদস্য সৈয়দ জয়নুল আবেদীন জসি, কাজী কামরুজ্জামান কাজী, ইকবল কবির খান বাপ্পি, ইদ্রিস বাবু, আ.ম আক্তারুজ্জামান মুকুল, মীর তাজুল ইসলাম রিপন, মো. আলতাপ হোসেন, হাবিবুর রহমান হবি, হাফিজুর রহমান খান বিটু ও খন্দকার আরিফ হাসান প্রিন্সসহ রংপুর ও পাবনা দলের ক্রিকেটার, কর্মকর্তা ও ক্রীড়ামোদী দর্শক। সোমবার সকালে সাতক্ষীরা স্টেডিয়ামে দ্বিতীয় দিনের খেলায় মুখো-মুখি হবে মানিকগঞ্জ ও ঝালকাটি জেলা দল।  সমগ্র অনুষ্ঠান পরিচালনা জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য তৈয়েব হাসান বাবু।