সাতক্ষীরা

পল্পীমঙ্গল স্কুল এন্ড কলেজে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে স্কুল ক্যাম্পেইন

By daily satkhira

February 05, 2020

সাতক্ষীরা সদর উপজেলার পল্পীমঙ্গল স্কুল এন্ড কলেজে নারী ও শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক নির্যাতন প্রতিরোধে পুরুষ এবং কিশোরদের অংশগ্রহণে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ব্র্যাকের সহযোগিতায় ও ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে উক্ত ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পল্পীমঙ্গল স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি মো. মুজিবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. হুসাইন শওকত। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশিষ চৌধুরী, পুলিশ অফিসার আব্দুল্লাহ আল মামুন, পল্পীমঙ্গল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রবিউল ইসলাম, সহকারি অধ্যাপক মো. আমিরুল ইসলাম, প্রভাষক অনিমা দাস, ব্র্যাকের বিভাগীয় ম্যানেজার মো. রবিউল ইসলাম, ব্রেকিং দ্য সাইলেন্স’র সাতক্ষীরা অফিস ইনচার্জ ও ডেপুটি ম্যানেজার মো. শরিফুল ইসলাম, সাংবাদিক জি.এম আবুল হোসাইন, সুব্রত সানা, শেখ সোহেল মাহমুদ সহ সাড়ে ৬শত শিক্ষার্থী। শিশুর যৌন হয়রানী, বাল্যবিবাহ, শিশু সুরক্ষা প্রভৃতি বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে জারিগান ও ভিডিও ক্লিপ প্রদর্শন করা হয়। প্রতিটি ভিডিও প্রদর্শন শেষে শিক্ষণীয় বিষয়ে উন্মুক্ত আলোচনা করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ব্রেকিং দ্য সাইলেন্স’র প্রকল্প সমন্বয়কারী মো. মনিরুজ্জমান টিটু।