কালিগঞ্জ প্রতিনিধি॥ কালিগঞ্জে ঘূণিঝড়ে ক্ষতিগ্রস্ত তালিকাভূক্ত কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও নগদ অর্থ বিতারণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বুধবার সকাল ১০টায় কৃষি অফিস হলরুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের পূনবাসন কর্মসূচিতে ভুট্টা, শীতকালিন ও গ্রীম্মকালিন মুগ, বসতবাড়ি ও তার আশেপাশে সবজি উৎপাদনে বিনামূল্যে ৯‘শ ৫০জন কৃষককে বীজ, রাসায়নিক সার ও আন্ত পরিচর্যার জন্য ৪ লাখ ৭৫ হাজার টাকা বিতরণ করা হয়। কৃষি কর্মকর্তা কৃষিবীদ রুহুল আমিনের সভাপতিত্বে ও অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। এসময় তিনি বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। বঙ্গবন্ধু ছিলেন কৃষকদের পরম বন্ধু। দেশের কৃষকরা সব চেয়ে সম্মানিত ব্যক্তি, আমি নিজেও একজন কৃষক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। উপজেলা এলাকার কৃষকদের সহযোগিতায় উপহকারী কৃষি কর্মকর্তাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহন করতে হবে। উপ-সহকারী কৃষি কর্মকর্তা উত্তম কুমার রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু প্রমুখ। অনুষ্ঠান শেষে ভুট্ট চাষি ৪‘শ জন, প্রতি কৃষককে ভুট্ট বীজ ২ কেজি, ডিএফপি সার ২০ কেজি, এসওপি সার ১০ কেজি এবং আন্ত পরিচর্যার জন্য ৫‘শ টাকা। মুগ চাষি ১৫০ জন, প্রতি কৃষককে ৫ কেজি মুগ বীজ, ডিএফপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজি ও পরিচর্যার জন্য ৫‘শ টাকা, সবজি চাষি ৪‘শ জন, প্রতি কৃষককে সবজি চাষে ৫ প্রকার বীজ প্রদান করা হয়। লাল শাক ২‘শ গ্রাম, করোলা ২০ গ্রাম, ঝিঙ্গা ৩০ গ্রাম, বেগুন ১০ গ্রাম, মিষ্টি কুমড়া ৩০ গ্রাম, আন্ত পরিচর্যার জন্য ৫‘শ টাকা। অনুষ্ঠানে উপসহকারী কৃষি কর্মকর্তা ও কৃষকরা উপস্থিত ছিলেন।