আন্তর্জাতিক

ভারতে করোনাভাইরাস; আক্রান্ত তৃতীয় রোগী শনাক্ত

By Daily Satkhira

February 06, 2020

বিদেশের খবর: ভারতে করোনাভাইরাসে আক্রান্ত তৃতীয় রোগী পাওয়া গেছে। গত ৩ জানুয়ারি বিমানে প্রথম দু’জন রোগী ভারতীয় চীন থেকে কলকাতা হয়ে কেরালায় ফেরেন। তৃতীয় জন ২৫ জানুয়ারি বিমানে কেরালা ফিরেছেন কলকাতা বিমানবন্দর হয়েই। সেই বিমানে কলকাতায় ফেরা দু’জনের খোঁজ শুরু করেছে রাজ্যের স্বাস্থ্য দফতর।

করোনা-আক্রান্ত তৃতীয় ব্যক্তি হিসেবে উহানের যে-ভারতীয় শিক্ষার্থীর নাম নথিভুক্ত হয়েছে, ২৫ জানুয়ারি চীনের গুয়াংঝাও শহর থেকে কলকাতায় আসেন তিনি। স্বাস্থ্য দফতরের খবর, তৃতীয় আক্রান্তের বিমানে থাকা সংশ্লিষ্ট দুই যাত্রীর মধ্যে এক জন চর্মজাত পণ্যের ব্যবসা সূত্রে এক মাসেরও বেশি সময় চীনে ছিলেন। দ্বিতীয় জন চীনা পর্যটক। কলকাতায় আসা দু’জন যাত্রীর আসন আক্রান্ত ব্যক্তির কাছাকাছি হওয়ায় এনসিওভি-র চিকিৎসা প্রটোকল অনুযায়ী তাদের লালারসের নমুনা পরীক্ষা করা উচিত।

চীনা পর্যটক দিল্লি চলে গিয়েছেন। আর এ রাজ্যের যুবক কর্মব্যস্ততার জন্য আবেদন জানিয়েছেন, তার লালারসের নমুনা যেন কয়েক দিন পরে পরীক্ষার ব্যবস্থা করা হয়। ওই বিমানের পাঁচ জন কর্মীকেও পর্যবেক্ষণে রাখা হয়েছে।