দেবহাটা

দেবহাটায় চলতি অর্থবছরের সাড়ে ৬ কোটি টাকার উন্নয়ন কাজ পরিদর্শনে ইউএনও

By daily satkhira

February 06, 2020

দেবহাটা ব্যুরো : দেবহাটা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের ২০১৯-২০ অর্থবছরের সাড়ে ৬ কোটি টাকার উন্নয়ন কাজ চলমান আছে। একাজগুলোর অধিকাংশই উপজেলা নির্বাহী কর্মকর্তা সরেজমিনে পরিদর্শন করছেন। এছাড়া সংশ্লিষ্ট প্রকল্প কমিটির নেতৃবৃন্দকে কাজগুলো সরকারী নির্দেশনা মোতাবেক করার জন্য প্রকল্প বাস্তবায়ন অফিসের সংশ্লিষ্টরা সার্বক্ষনিক তদারকি করছেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্র জানায়, দূর্যোগ ও ত্রান মন্ত্রনালয় থেকে প্রতিবছর জনসংখ্যার আনুপাতিক হার ও উপজেলা ভিত্তিক বরাদ্দ দেয়া হয়। সে অনুযায়ী দেবহাটা উপজেলাতে চলতি অর্থবছরের প্রথম পর্যায়ে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী (ইজিপিপি) (৪০ দিনের কর্মসূচী) বাবদ ১ কোটি ১৪ লক্ষ ৯৬ হাজার টাকার কাজ চলমান রয়েছে। যে কাজে উপজেলার ৫টি ইউনিয়নে মোট ১৪৩৭ জন শ্রমিক কাজ করছে। যে কাজগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন, পিআইও কর্মকর্তা শফিউল বশার, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও সরকারী দলের নেতৃবৃন্দ সার্বক্ষনিক তদারকি করছেন। উপজেলার ৫টি ইউনিয়নে গ্রামীন অবকাঠামো উন্নয়ন সাধারন বিশেষ টিআর প্রকল্পে মোট ৫১টি প্রকল্পে ৩১ লক্ষ ২৩ হাজার ৩১৫ টাকার কাজ চলমান রয়েছে। এছাড়া গ্রামীন অবকাঠামো সংস্কার (কাবিখা) সাধারন বিশেষ হিসেবে ৮টি প্রকল্পে ১০৮ মেট্রিক টন চাল বরাদ্দ পাওয়া গেছে এবং প্রত্যেকটি উন্নয়ন কাজ শেষ পর্যায়ে রয়েছে বলে জানা গেছে। গ্রামীন অবকাঠামো সংস্কার টিআর এর আওতায় গৃহহীনদের জন্য দূর্যোগ সহনীয় বাসগৃহ নির্মান প্রকল্পে উপজেলার মধ্যে ২৪টি গৃহ নির্মান বাবদ ৭১ লক্ষ ৯৬ হাজার ৬৪০ টাকা বরাদ্দের কাজ চলমান রয়েছে। এছাড়া সেতু/কালভার্ট নির্মানের লক্ষ্যে উপজেলার প্রত্যন্ত গুরুত্বপূর্ন এলাকায় ৬টি প্রকল্পে ১ কোটি ৭৩ লক্ষ ৭২ হাজার ৬০৯ টাকার কাজ চলমান রয়েছে। উপজেলার মধ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) রাস্তা নির্মানের লক্ষ্যে ৩টি প্রকল্পে ১ কোটি ৬১ লক্ষ ৪২ হাজার ৯০১ টাকার কাজ শেষ পর্যায়ে। এছাড়া সোলার প্রকল্পে উপজেলার ৫টি ইউনিয়নের ২০৪টি প্রকল্পে ৫৮ লক্ষ ৮৫ হাজার ৭৭৩ টাকার কাজও প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে প্রকল্প অফিস সূত্র জানায়। সকল প্রকল্পের বরাদ্দ হিসেবে উপজেলায় প্রকল্প বাস্তবায়ন অফিসের আওতায় প্রথম পর্যায়ে প্রায় সাড়ে ৬ কোটি টাকার উন্নয়ন কাজ চলমান রয়েছে। যে কাজগুলো শেষ হলে প্রত্যন্ত অঞ্চলের উন্নয়নের সাথে সাথে জীবনযাত্রান মানও উন্নতি হবে। এ বিষয়ে দেবহাটা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার জানান, তিনি দেবহাটা উপজেলায় দায়িত্ব নেয়ার পর থেকে সরকারের যথাযথ নিয়মে উন্নয়ন কাজগুলো সমাপ্ত করছেন। সরকারী বরাদ্দপ্রাপ্ত সকল অর্থ দ্বারা সরকারী নির্দেশনা মোতাবেক প্রকল্পগুলো বাস্তবায়ন করার জন্য তিনি নিজেসহ প্রকল্প বাস্তবায়ন অফিসের কর্মকর্তা, কর্মচারিরা তদারকি করেন বলে তিনি জানান। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন জানান, তিনি নিজে প্রায় প্রতিদিনই বিভিন্ন কাজ সরেজমিনে পরিদর্শন করেন। দরিদ্র জনগনের কল্যানে সরকার যে প্রকল্পগুলো দেয় সেগুলো মানসম্মত ও সরকারী নির্দেশনা মোতাবেক করার জন্য কাজ করা হচ্ছে বলে তিনি জানান। সকল উন্নয়ন কাজগুলো শেষ হলে প্রত্যন্ত অঞ্চলের উন্নয়নের সাথে সাথে মানুষের জীবনযাত্রান মানও অনেক উন্নতি হবে বলে ইউএনও আশাবাদ ব্যক্ত করেন।