দেবহাটা

খানবাহাদুর আহছানউল্লা কলেজে মতবিনিময় সভা

By Daily Satkhira

April 17, 2017

দেবহাটা ব্যুরো: দেবহাটায় কলেজ ও মাদ্রাসা পর্যায়ের ছাত্র-ছাত্রীদের লেখা গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন পর্যালোচনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় বাংলাদেশ এন্টারপ্রাইজ ইন্সটিটিউট’র আয়োজনে সখিপুরস্থ খানবাহাদুর আহছানউল্লা কলেজ গ্রুপের ছাত্র-ছাত্রীদের নিয়ে উক্ত মতবিনিময় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ রিয়াজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন অর রশীদ (পিপিএম)। বিশেষ অতিথি ছিলেন হাদিপুর জগন্নাথপুর আলিম মাদ্রাসার সুপার আব্দুস সামাদ। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ এন্টারপ্রাইজ ইন্সটিটিউট’র ফিল্ড কো-অডিনেটর আমিনা বিলকিস ময়না। অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেবিএ কলেজের সহকারী অধ্যাপক হারুন অর রশীদ, মনিরুজ্জামান মহসিন, হাদিপুর আলিম মাদ্রাসার শিক্ষক ফজর আলী প্রমূখ। অন্যান্যদের মধ্যে প্রভাষক শেখ মিজানুর রহমান, স্বপন কুমার, আজহারুল ইসলাম, মইনুদ্দিন খান, শাহানুর রহমান, মিজানুর রহমান, তৌহিদুর রহমান, জাফর হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন। প্রকাশিত প্রতিবেদনটি পাঠ করেন কেবিএ কলেজের ছাত্রী আসমা খাতুন ও হাদিপুর মাদ্রাসার ছাত্র তাহসিনুর রহমান। এসময় খানবাহাদুর আহছানউল্লা কলেজ ও সখিপুর আলিম মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিল। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চলনা করেন প্রভাষক আবু তালেব।