শ্যামনগর

শ্যামনগর হাসপাতালে জরুরি বিভাগে কুকুরের অবস্থান !

By daily satkhira

February 08, 2020

শ্যামনগর অফিস : শ্যামনগরে হাসপাতালে জরুরি বিভাগে কুকুরের অবস্থান নিয়ে তোলপাড় হচ্ছে। শ্যামনগরে চায়ের দোকান, হাট বাজার, সর্বত্রে এ নিয়ে মুখরোচক গল্প হয়ে দাড়িয়েছে। এ নিয়ে শ্যামনগর হাসপাতালে রোগীর সেবার পরিবর্তে কুকুর বিড়ালের অবস্থান ক্ষেত্র বলে সুশীল সমাজ বলে মন্তব্য করেছেন। সাতক্ষীরার শ্যামনগরের সরকারি হাসপাতাল গুরুতর আহত অবস্থায় চিকিৎসা নিতে এসে ডাক্তার পেলেন না আহত রোগীর স্বজনরা। বাংলাদেশের বৃহত্তর উপজেলা সাতক্ষীরা জেলার শ্যামনগর সরকারি হাসপাতালে কর্মকর্তা কর্মচারী ও ডাঃ নার্স থাকতেও গত ৭ ফেব্রুয়ারী গভীর রাতে এক পরিবহন যাত্রীকে গুরুতর অসুস্থ অবস্থায় শ্যামনগর সরকারি হাসপাতালের জরুরী বিভাগে নেওয়া হলে সেখানে কর্তব্যরত ডাঃ নার্স কাউকে পাওয়া যায়নি। এমারজেন্সি রুগির বিছানায় এবং ডিউটি ডাঃ এর চেয়ারে কুকুর ঘুমাতে দেখা যায়। এ ছবি ছড়িয়ে পড়লে হাসপাতালের স্বাস্থ্য সেবা নিয়ে প্রশ্নবিদ্ধ হচ্ছে। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অজয় কুমার সাহার কাছে জানতে চাওয়া হলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে ভিন্ন ভিন্ন পাল্টা প্রশ্ন করে বলেন, জরুরী কাজে খুলনায় যাচ্ছি, খুলনা থেকে এসে বিষয়টি বিস্তারিত বলতে পারব। এ বিষয়টি নিয়ে যথাযথ তদন্ত করলে আসল রহস্য বের হবে।