কালিগঞ্জ

কালিগঞ্জের পোর্ট বসন্তপুরকে পিকনিক স্পট ঘোষণা করলেন ইউএনও

By daily satkhira

February 08, 2020

কালিগঞ্জ প্রতিনিধি॥ কালিগঞ্জের সীমান্ত এলাকায় মনোমুগ্ধকর একটা জায়গা রয়েছে এটা আমার জানাছিল না। রাজা প্রতাপাদিত্য ও বসন্ত রায়ের স্মৃতিবিজড়িত পোর্ট বসন্তপুর ব্রিটিশ আমলের নির্মিত পুরাতন কীর্তি সমৃদ্ধ রামজননী ভবন এলাকা চিত্তবিনোদনের জন্য আজ থেকে পিকনিক স্পট ঘোষনা করা হল। শনিবার সকালে ইছামতি, কালিন্দি ও কাঁকশিয়ালী নদীর ত্রি-মোহনার বসন্তপুর রামজননী পুরাতন ভবনের সম্মুখে অনাড়ম্বর পরিবেশে বনভোজন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেল এ ঘোষনা দেন। উপজেলা শিল্পকলা একাডেমি ও লিডার্সের উপদেষ্ঠা পরিষদের বার্ষিক বনভোজন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল-ড্র অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সংলগ্ম মুক্তিযোদ্ধা ইর্কো পার্ক থেকে কার্গো জাহাজ যোগে বনভোজনের শুরুতে জাতীয় সংঙ্গীতের মাধ্যমে যাত্রা ভ্রমনের শুভ সুচনা করেন বিশিষ্ঠ সাহিত্যিক অবসরপ্রাপ্ত অধ্যাপক গাজী আজিজুর রহমান। উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাত উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা এসএম মমতাজ হোসেন মন্টু, বসন্তপুর বিজিবি‘র ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার ইব্রাহিম, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার দাস, রেডিও নলতার ষ্টেশন ম্যানেজার সেলিম শাহারিয়ার, শিল্পকলা একাডেমির সদস্য আশেক মেহেদী, শ্যামনগর লিডার্সের উপদেষ্টা রনজিত বর্মন প্রমুখ। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক ও র‌্যাফেল-ড্র এর পুরস্কার বিতরণ করা হয়।