খেলা

আজ প্রথম বিশ্বকাপ জয়ের লড়াইয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশ

By Daily Satkhira

February 09, 2020

খেলার খবর: দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ফাইনাল। সেমিফাইনালে মাহমুদুল হাসানের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়ে যুব বিশ্বকাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। বড়দের ক্রিকেট হোক বা ছোটদের, এটাই বাংলাদেশের প্রথম বিশ্বকাপ ফাইনাল। আজ রবিবার ফাইনালে প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন ভারত। দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে খেলা শুরু হবে বাংলাদেশ সময় বেলা ২টায়। আকবর-শামীম-শাহাদাতরা কি পারবেন স্বপ্নের ফাইনাল জিততে?

ভারতের বিপক্ষে সাম্প্রতিক পারফরম্যান্স অবশ্য ভালো নয়। টানা তিনটি ফাইনালে হার (দুটি এশিয়া কাপ আর অন্যটি ত্রিদেশীয় সিরিজ) চোখ রাঙাচ্ছে তরুণ ক্রিকেটারদের। এবার আকবরের দলের সামনে প্রতিশোধ নিয়েই স্বপ্ন পূরণের সুযোগ।

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনাল খেলেছে বাংলাদেশ। ‘সি’ গ্রুপে তিন প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে, স্কটল্যান্ড এবং পাকিস্তান। জিম্বাবুয়ের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে জয় আসে ৯ উইকেটে। এরপর স্কটল্যান্ড উড়ে যায় ৭ উইকেটে, যে ম্যাচে স্পিনার রাকিবুল হাসান করেন হ্যাটট্রিক। পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্যাট করতে নেমে বিপদে পড়ে যায় বাংলাদেশ। তবে বৃষ্টিতে পরিত্যক্ত হয় ম্যাচটি। নেট রান রেটে এগিয়ে থেকে আকবর-শামীমরা গ্রুপের সেরা দল।

স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে তানজিদ হাসানের ৮০, তৌহিদ হৃদয়ের ৫১ আর শাহাদাত হোসেনের অপরাজিত ৭৪ এনে দেয় ৫ উইকেটে ২৬১ রান। এরপর রাকিবুলের (৫/১৯) বাঁহাতি স্পিনে প্রোটিয়ারা অলআউট হয়ে যায় ১৫৭ রানে। ১০৪ রানের বিশাল জয় নিয়ে বাংলাদেশ ওঠে সেমিফাইনালে।

শেষ চারে নিউজিল্যান্ডকে হারাতেও সমস্যা হয়নি। ঠিক ১০০ রান করা মাহমুদুলের ব্যাট এনে দিয়েছে ৬ উইকেটের সহজ জয়। তাই প্রথম বিশ্বকাপ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারত সবচেয়ে সফল, চারবারের চ্যাম্পিয়ন। অস্ট্রেলিয়ার শিরোপা তিনটি, পাকিস্তানের দুটি। বাংলাদেশের সেরা সাফল্য ২০১৬ সালে ঘরের মাঠে সেমিফাইনালে খেলা। সেবার শেষ চারে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল মিরাজ-শান্তদের। এবার শিরোপার স্বপ্ন পূরণ হবে তো?