শিক্ষা

অভিজ্ঞতা ও চ্যালেঞ্জের মাধ্যমে স্কাউটরা দক্ষ হয়ে উঠবে-স্কাউট সমাবেশে এমপি রবি

By Daily Satkhira

April 17, 2017

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় ১১তম জেলা স্কাউট সমাবেশ ও মুহা. নওশের আলী স্কাউট মেলার উদ্বোধন করা হয়েছে। রোববার বিকালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা স্কাউটসের সহ সভাপতি সাবেক প্রধান শিক্ষক মো. ইউনুছ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক  আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘তোমরাই জাতির ভবিষ্যৎ। তোমরাই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে পারবে। তোমরা যারা এ স্কাউট সমাবেশে অংশগ্রহণের সুযোগ পেয়েছো তারা অত্যন্ত সৌভাগ্যবান। আশা করবো এখানে তোমরা অর্জিত অভিজ্ঞতা ও চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে নিজেদের আরো দক্ষ করে গড়ে তুলবে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলোর সাহায্য নিয়ে দেশের প্রান্তিক পর্যায় পর্যন্ত স্কাউটিং ছড়িয়ে দিতে কাজ করছে। আজকের এই সমাবেশের অভিজ্ঞতা ও চ্যালেঞ্জের মাধ্যমে স্কাউটরা দক্ষ হয়ে উঠবে।’ বাংলাদেশ স্কাউট সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে ৫দিন ব্যাপি এ জেলা স্কাউট সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ০১ আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউট সাতক্ষীরা জেলা শাখার সম্পাদক এম. ঈদুজ্জামান ইদ্রিস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটের সহ সভাপতি অধ্যাপক মো. মনিরুজ্জামান, জাতীয় উপ কমিশনার  (প্রোগ্রাম) মো. আবু হান্নান, জেলা শিক্ষা অফিসার মো. ফরিদুল ইসলাম, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা খাতুন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান, ফিফা রেফারী তৈয়েব হাসান বাবু, সহকারী জেলা শিক্ষা অফিসার অলোক কুমার তরফদার, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সমরেশ কুমার দাশ, টাউন গাল্স স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আলমগীর কবির, সাতক্ষীরা পিএন স্কুল এ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাফিজুর রহমান, শিক্ষক জাহিদুর রহমান, মনোরঞ্জন, বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন খুলনা অঞ্চলের উপ-কমিশনার আবুল বাশার পল্টু।