আন্তর্জাতিক

আফগানিস্তানে যৌথ অভিযানে ২ মার্কিন সেনা নিহত

By daily satkhira

February 09, 2020

আন্তর্জাতিক ডেস্ক:  যৌথ অভিযানে গিয়ে মার্কিন সেনাদের ওপর গুলি চাললেন আফগান সেনার ইউনিফর্ম পরিহিত অজ্ঞাত এক ব্যক্তি।

এ ঘটনায় দুই মার্কিন সেনা নিহত ও আরও ছয়জন আহত হয়েছেন বলে জানা গেছে।

ওই হামলার পর প্রকাশিত এক প্রাথমিক প্রতিবেদনের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বিবিসি।

বিবিসি জানায়, আফগানিস্তানের পূর্বাঞ্চলে নানগারহার প্রদেশে স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্র-আফগানিস্তান যৌথ অভিযান চলাকালে এ ঘটনা ঘটে।

ঘটনা সত্যতা নিশ্চিত করে এক বিবৃতিতে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল সনি লেগেট বলেন, শনিবার নানগারহার প্রদেশে মার্কিন-আফগান সেনাদের যৌথ অভিযানে আফগান সেনার ইউনিফর্ম পরিহিত এক ব্যক্তি মেশিনগান দিয়ে গুলিবর্ষণ করেন। এতে দুই মার্কিন সেনা নিহত ও ছয়জন আহত হয়েছেন।

ওই ব্যক্তি আফগান সেনাসদস্য কিনা সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

প্রসঙ্গত জঙ্গি তৎপরতা নির্মূলে স্থানীয় সেনাবাহিনীকে সাহায্য করতে প্রায় ১৩ হাজার মার্কিন সেনা আফগানিস্তানে অবস্থান করছেন। জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে লড়াইয়ে দেশটির বিভিন্ন প্রদেশে মার্কিন-আফগান সেনাদের যৌথ অভিযান পরিচালিত হয় নিয়মিত।