ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় আলোচিত বোমাবাজি মামলার ১৪ আসামিকে যশোর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে জেলা শহরের পুরাতন কেন্দ্রীয় বাস টার্মিনাল ও মণিহার চত্বর থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তাররা হলেন- সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার গদাইপুর গ্রামের গোলাম রসুল, তৌহিদ, রাব্বি, হিমো, আনারুল ইসলাম, সিরাজুল ইসলাম, আব্দুস সালাম, মোস্তাকিম মোল্লা, আব্দুল করিম, মোস্তাকিম হোসেন, সাইফুল ইসলাম, সুজন, নূর ইসলাম মোল্লা ও নূরুজ্জামান। সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) হাসানুজ্জামান বলেন, গত ২৯ জানুয়ারি সাতক্ষীরা জেলার গদাইপুর গ্রামের মঞ্জুরুল ইসলামের ঘের দখল করতে একই উপজেলার হাজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম ও তার লোকজন অসংখ্য বোমা বিস্ফোরণ ঘটান। পরে মঞ্জুরুল ইসলামসহ তার কর্মচারীদের অনেক মারধর করে। এ ঘটনায় মঞ্জুরুল ইসলাম গত ১ ফেব্রুয়ারি আশাশুনি থানায় মামলা করেন। তিনি আরো জানান, এই ১৪ জন যশোর মণিহার চত্বর এলাকায় আত্মগোপন করেছে এবং রাতেই তারা স্থানত্যাগ করবে এমন সংবাদে যশোর পুলিশের সহযোগিতায় তাদের গ্রেপ্তার করা হয়।