দেবহাটা

ফুলে ফুলে মুখরিত দেবহাটা থানা প্রাঙ্গণ

By Daily Satkhira

February 10, 2020

কে এম রেজাউল করিম দেবহাটাঃ ফুলে ফুলে মুখরিত দেবহাটা থানা চারিদিকে যখন শীতের হাওয়া, শুকনো পাতার মড়মড় শব্দ আর রুক্ষতা। সেখানে এই শীতে ফুলে ফুলে মুখরিত হয়েছে দেবহাটা থানা। থানা চত্বরের যেদিকেই তাকাই সেদিকেই বিচিত্র সব বর্ণাঢ্য ফুলের সমারহো।কোনটা রেখে কোনটা দেখি। ফুলের গন্ধে মাতোয়ারা থানা চত্বর, যা এক ভিন্ন মাত্রা যোগ করেছে। তাছাড়া থানার ভিতরে ঢুকতেই চোখে পরে বিশাল ফুলের বাগান। প্রাকৃতিক শোভায় টেনে আনছে স্থানীয় জনগনসহ বাইরে থেকেও দেবহাটা ম্যানগ্রোভ ঘুরতে আসা বিভিন্ন বয়সের মানুষদের। দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা নিজস্ব উদ্যেগে থানা চত্বরের বিভিন্ন স্থানে গড়ে তোলা হয়েছে বিভিন্ন ধরণের ফুলের বাগান। এই বাগানে ফুটেছে নানান প্রকৃতির ফুল। তার মধ্যে বিভিন্ন ধরণের গাঁদা, ডালিয়া, জিনিয়া, গোলাপ, জবা ও পাতাবাহারসহ নানা জাতের ফুল। বিপ্লব কুমার সাহা দেবহাটা থানায় অফিসার ইনচার্জ হিসাবে যোগদান করেই। তারপর থেকেই তিনি নিজ উদ্যেগে বিভিন্ন প্রজাতির ফুল, ফল গাছ লাগিয়ে থানা প্রাঙ্গনের পরিবেশটা সাজিয়ে রাখেন। আর প্রতিদিন দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র ঘুরতে আশা দর্শনার্থীরা একপলক হলেও ফুলের বাগান দেখতে যায় থানা প্রাঙ্গণে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যত্ন নিয়ে তৈরি করা ফুল মুখরিত করেছে দেবহাটা থানা। স্থানীয়রা বলেন, এটা থানা। মানুষ এই জায়গায় ঠুকতে ভয় পায়। মানুষ মনে করতো পুলিশের কোন মন নেই। কিন্তু থানার ভিতরে এত সুন্দর একটা ফুলের বাগান তৈরি করে পুরো থানা প্রাঙ্গণকে সুন্দর ভাবে সাজিয়ে দেবহাটা উপজেলার মানুষের মনে জমা এই ধারনাটি পরিবর্তন করে দিয়েছে আমাদের ওসি সাহেব। তিনি প্রমাণ করে দিয়েছেন পুলিশও সাধারণ মানুষের মত। তারাও চান সকলের মত সুন্দর পরিবেশে বসবাস করতে। আমরা প্রায় ফুলের বাগান দেখতে থানার ভিতরে যাই।আমাদের অনেক ভালো লেগেছে ওসি সাহেবের এমন মহৎ উদ্যোগ। দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রে ঘুরতে আসা কয়েকজন দর্শনার্থীরা জানান, এত সুন্দরভাবে সাজানো গোছানো একটি থানা দেখতে পেয়ে আমাদের খুব ভালো লাগছে।সচারচর এমন দৃশ্যে চোখে পড়ে না। তাছাড়া চারিদিকে ফুলগাছ লাগিয়ে থানাটি দেখতে আরো সুন্দর লাগছে। দেবহাটা থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার কাছে এমন একটি মহৎ উদ্যোগে তার অনুভূতি সম্পর্কে জানতে চাইলে তিনি দেবহাটা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কে এম রেজাউল করিমকে জানান, আমি দেবহাটা থানায় যোগদানের পর একদিন দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র ঘুরতে গেলাম ওখান থেকে আসার পরে চিন্তা করলাম, যে স্থানে এত সুন্দর একটা পর্যটন কেন্দ্র আছে। সেই জায়গাটি দেখতে প্রতিনিয়ত বিভিন্ন দর্শনার্থীরা আসে। আর সেই পর্যটন কেন্দ্রে ঢুকতে থানাটি সকলের চোখে পড়ে। এমন একটি জায়গায় অবস্থিত থানাটি যদি অপরিষ্কার থাকে তাহলে দেবহাটা থানার দুর্নাম হবে। তাই সেই দিক লক্ষ করে মুজিবর্ষকে সামনে রেখে দেবহাটা উপজেলার সম্মান ও পুলিশের ভাবমূর্তি অক্ষুন্ন রাখার সার্থে পুলিশ সুপার স্যারের অনুপ্রেরণায় আমার ব্যাক্তিগত উদ্যেগে চারিদিকে বিভিন্ন ধরনের বাগান তৈরি করে থানা প্রাঙ্গণকে সাজিয়েছি।এমন একটি সুন্দর উদ্যেগ গ্রহণ করতে পেরে আমি নিজেও গর্বিত।