ফিচার

সাতক্ষীরায় ডাকাতি পরিকল্পনার মূল হোতাসহ ৩ ডাকাত গ্রেফতার

By Daily Satkhira

February 10, 2020

নিজস্ব প্রতিবেদক: মোবাইল ফোনের সূত্র ধরে সাতক্ষীরা জেলা পুলিশ অভিযান চালিয়ে শনিবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে ডাকাতির মূল পরিকল্পনাকারীসহ ৩ ডাকাতকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো, খুলনা জেলার ডুমুরিয়া থানার মালতিয়া গ্রামের মৃত আনছার সরদারের পুত্র ডাকাতের মাস্টার মাইন্ড আবুল হোসেন সরদার (৪৫), তালা থানার চাঁদকাঠি গ্রামের মৃত শওকাত মোল্লার পুত্র আশরাফুল মোল্যা (৩২) ও সাতক্ষীরা থানার কাটিয়া লষ্করপাড়া গ্রামের মোঃ মহিদুল ইসলামের পুত্র আব্দুল কাদের ওরফে মিঠু (২৬)। জেলা পুলিশ জানায়, গত ২৭ জানুয়ারি গভীর রাতে পাটকেলঘাটা থানার সৈয়দপুর গ্রামের মৃত অজিত ঘোষের পুত্র অমর ঘোষ ও তার মামাতো ভাই গৌতম ঘোষের বাড়িতে অজ্ঞাতনামা ১৩/১৪ জনের ডাকাত দল অস্ত্র-শস্ত্রসহ প্রবেশ করে নগদ টাকা, শাড়ি কাপড়, মোবাইল ফোন ও স্বর্ণালংকারসহ সর্বমোট মূল্য ৮ লাখ ৯৯ হাজার টাকা মূল্যের মালামাল লুন্ঠন করে নিয়ে যায়। এ ঘটনায় পাটকেলঘাটা থানার মামলা নং-০৭, তারিখ-২৭/০১/২০২০খ্রিঃ, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড রুজু হয়। ঘটনার সাথে সাথে ঘটনার সাথে জড়িত ডাকাত দলকে সনাক্ত করে তাদেরকে গ্রেফতার এবং লুন্ঠিত মালামাল উদ্ধারের জন্য কাজ শুরু করে পুলিশ। থানা পুলিশ, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)সহ জেলা পুলিশের একাধিক টিম মাঠে নামে। মামলা তদন্তকালে পুলিশ সুপারসহ উর্ধ্বতন কর্মকর্তাদের নিবিড় তদারকী ও প্রত্যক্ষ অংশগ্রহণ এবং পরিকল্পনায় সুনির্দিষ্ট তথ্য উপাত্তের ভিত্তিতে উক্ত মামলার ঘটনার সাথে সরাসরি জড়িত এবং ডাকাতির ঘটনায় অংশগ্রহণকারী মাস্টার মাইন্ড আবুল হোসেন সরদারকে শনিবার দিবাগত গভীর রাতে ডাকাতি হওয়া একটি মোবাইল ফোনসহ আটক করে। পরবর্তীতে তার দেয়া তথ্য মতে সহযোগী ডাকাত আশরাফুল মোল্যা ও আব্দুল কাদের ওরফে মিঠুকেও পুলিশ অভিযান চালিয়ে আটক করে। গ্রেফতারকৃত ডাকাতরা পুলিশের জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদানসহ ডাকাতির সাথে জড়িত অন্যান্য ডাকাতদের নাম প্রকাশ করেছে। জেলা পুলিশ আরও জানায়, অন্যান্য পলাতক ডাকাত সদস্যদের দ্রুত গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধারের জন্য ধারাবাহিক অভিযান অব্যাহত আছে। ডাকাতি মামলাটি পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ তদন্ত করছে বলে জানা গেছে।