না, ভারত-অস্ট্রেলিয়ার বারুদে লড়াই হয়নি। তবে দুই অধিনায়ক বিরাট কোহলি ও স্টিভেন স্মিথ মুখোমুখি হয়েছিলেন ভিন্ন জার্সিতে। যেখানে জয় হয়েছে অস্ট্রেলীয় অধিনায়কের। আইপিএলে নিজেদের পঞ্চম ম্যাচে কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়েছে তার দল রাইজিং পুনে সুপারজায়ান্ট। রবিবার ঘরের মাঠে পুনের বিপক্ষে বেঙ্গালুরু টানা তৃতীয় ম্যাচ হেরেছে ২৭ রানে। চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নেয় বেঙ্গালুরু। প্রতিপক্ষকে তারা ৮ উইকেটে ১৬১ রানে বেধে দেয়।
পুনের আজিঙ্কা রাহানে (৩০) ও রাহুল ত্রিপাঠি (৩১) শুরুটা ভালো করেন। তবে মিডল অর্ডারে ভালো পারফরম্যান্স পায়নি দলটি। শেষদিকে মনোজ তিওয়ারি ১১ বলে ২৭ রান করে সংগ্রহটাকে শক্ত করেন। বেঙ্গালুরুর পক্ষে অ্যাডাম মিলনে ও শ্রীনাথ অরবিন্দ ২টি করে উইকেট নেন।
জবাব দিতে নেমে কোহলি (২৮) ও এবি ডি ভিলিয়ার্সের (২৯) ব্যাটই যা একটু কথা বলেছে। শারদুল ঠাকুর ও বেন স্টোকসের বোলিংয়ে কাবু হয়ে পড়ে বেঙ্গালুরুর ব্যাটিং লাইনআপ। দুজনই তিনটি করে উইকেট পান। ২০ ওভারে ৯ উইকেটে ১৩৪ রান করে দলটি।
এ জয়ে পুনে ৫ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৬ নম্বরে উঠে গেছে। আর সমান খেলে মাত্র ২ পয়েন্টে সবার শেষ দল বেঙ্গালুরু।