ফিচার

শিক্ষকদের ক্লাসে ফিরে আসার আহ্বান জানিয়ে রাস্তায় সাতক্ষীরায় পলিটেকনিকের শিক্ষার্থীরা

By Daily Satkhira

February 12, 2020

শিক্ষা ডেস্ক: দ্বিতীয় শিফটের পারিশ্রমিক হ্রাসের প্রতিবাদে ও উনিশ মাসের বকেয়া বেতন ভাতার দাবিতে সাতক্ষীরায় পলিটেকনিক কলেজ শিক্ষকদের অবিরাম কর্মবিরতি শুরু হয়েছে। কেন্দ্রিয় শিক্ষক সমিতির দেওয়া কর্মসূচি অনুযায়ী এই বিরতি চলছে বলে জানিয়েছেন কলেজ অধ্যক্ষ মাকসুদুর রহমান। তারা বুধবার নিজ নিজ কলেজে অবস্থান ধর্মঘটসহ লাগাতার কর্মসূচি পালন করবেন বলেও ঘোষণা দিয়েছেন। এদিকে শিক্ষকদের অবিরাম কর্মবিরতি প্রত্যাহার করে ক্লাসে ফিরে আসার দাবিতে সাতক্ষীরায় তিন ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন সাতক্ষীরা পলিটেকনিক কলেজ ছাত্ররা। তারা বলেন শিক্ষকদের দাবির প্রতি শ্রদ্ধা রেখে আমরা কর্মবিরতি প্রত্যাহারের দাবি জানাচ্ছি। শিক্ষকরা ক্লাস না নেওয়ায় তাদের লেখাপড়ায় ক্ষতি হচ্ছে বলে জানান তারা। শিক্ষার্থী সমাবেশে বক্তব্য রাখেন মো. ওসমান গনি, বোরহান মন্ডল, সোহান হোসেন, রাকিব কবির প্রমূখ।