নিজস্ব প্রতিনিধি : নাগরিক আন্দোলন মঞ্চ, সাতক্ষীরার বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় নাগরিক আন্দোলন মঞ্চ, সাতক্ষীরার সভাপতি এড. ফাহিমুল হক কিসলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাসুমের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি সুধাংশু শেখর সরকার, প্রকৌশলী আবেদুর রহমান, সদস্য কল্যাণ ব্যানার্জি এড. ওসমান গণি, স্বপন কুমার শীল, ওবায়েদুস সুলতান বাবলু, যুগ্ম সম্পাদক রওনক বাসার, সাংগঠনিক সম্পাদক সায়েম ফেরদৌস মিতুল, মেহেদী আলী সুজয়, মহিলা সম্পাদিকা নাজমুন নাহার ঝুমুর, আমির হোসেন খান চৌধুরী, ইকবাল লোদী, জাহিদা জাহান মৌ প্রমুখ। সভায় ২৯ মার্চের মধ্যে সাতক্ষীরা পৌরসভার সকল ওয়ার্ড কমিটির সম্মেলনের প্রস্তুতি গ্রহণের ৯ জনকে দায়িত্ব দেওয়া হয়। এছাড়া প্রাণ সায়র খাল খননে পাড় ধ্বসে পড়া এবং খাননকৃত স্থানের মাটি কেটে পানি ওঠানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন এবং এবিষয়ে দায়িত্বশীল কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন নেতৃবৃন্দ। এছাড়া পুন:খননে স্বচ্ছতা ও টেকসই ব্যবস্থাপনার দাবিতে সেমিনার, লিফলেট পথসভা ও স্মারকলিপি প্রদানে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।