আওয়ামী লীগ

সাতক্ষীরা সদর উপজেলা যুবলীগের বিবৃতি

By daily satkhira

February 13, 2020

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়কের নাম ব্যবহার করে আগামী শনিবার ১৫ ফেব্রুয়ারি সভা আহ্বানের ঘটনায় বিবৃতি প্রদান করেছেন সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক প্রভাষক মঈনুল ইসলাম। ১৩ ফেব্রুয়ারি ২০২০ তারিখে সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক প্রভাষক মঈনুল ইসলাম স্বাক্ষরিত একপত্রে বিবৃতি প্রদান করেছেন। সেখানে সভাপতি ও সাধারণ সম্পাদক বলেছেন, বিগত ১১/০২/২০২০ খ্রিঃ তারিখে সাতক্ষীরার কয়েকটি অনলাইন পত্রিকা ও দৈনিক পত্রিকায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ সাতক্ষীরা সদর উপজেলা শাখার যুগ্ম আহবায়কের নাম ব্যবহার করে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রদান করা হয়েছে। যেখানে বিভিন্ন ইউনিয়ন কমিটির নামে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দেওয়া হয়েছে। সদর উপজেলা যুবলীগের সকল নেতৃবৃন্দ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করছি। প্রকৃত পক্ষে সাতক্ষীরা জেলা যুবলীগের আহবায়কের একক সিদ্ধান্তে সদর উপজেলা যুবলীগের নাম সর্বস্য আহবায়ক কমিটি গঠন করা হয়েছিল। যাহা সম্পূর্ণ অগঠনতান্ত্রিক ও সংগঠনের নিয়ম বর্হিভূত। বাস্তব অর্থে ১২ ডিসেম্বর ২০১৫ খ্রিঃ তারিখে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ আসাদুল হক আসাদ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে সদর উপজেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। যেখানে মোঃ মিজানুর রহমান-কে সভাপতি, মোঃ জাহিদ হোসেনকে সহ-সভাপতি, প্রয়াত শেখ আফজাল হোসেন মারুফকে সাধারণ সম্পাদক এবং প্রভাষক মোঃ মঈনুল ইসলাম কে যুগ্ম সাধারণ সম্পাদক ঘোষণা করে ৪ জনের কমিটিতে আসাদুল হক আসাদ স্বাক্ষর প্রদান করেন। পরবর্তীতে ০৯ জানুয়ারি ২০১৭ খ্রিঃ তারিখে সাধারণ সম্পাদক শেখ আফজাল হোসেন মারুফ মৃত্যুবরণ করায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের অনুমতিক্রমে ২২ জুন ২০১৭ খ্রিঃ তারিখে যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ মঈনুল ইসলামকে সাধারণ সম্পাদক ঘোষণা করে জেলা আহবায়ক ও যুগ্ম আহবায়ক স্বাক্ষর করে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছিল এবং এই কমিটিই অদ্যবধি সংগঠনের সকল নিয়ম-কানুন মেনে সুনামের সাথে দলও জননেত্রী শেখ হাসিনার হাতকে তথা বাংলাদেশ আওয়ামী লীগ-কে সহযোগিতা করে আসছে। কিন্তু বিগত কিছুদিন আগে কেন্দ্রের স্পষ্ট নির্দেশনা ছিল যে, কোন সাংগঠনিক ইউনিটকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কমিটি ভাঙ্গা বা গড়া যাবে না, যে আদেশ এখনও পর্যন্ত বলবৎ থাকার পরও আমরা কিছুদিন আগে অনলাইন পত্রিকায় দেখলাম শুধুমাত্র জেলা আহবায়ক স্বাক্ষরিত সদর উপজেলা যুবলীগের একটি আহবায়ক কমিটি আত্মপ্রকাশ ঘটেছে, যেটা সম্পূর্ণরুপে কেন্দ্রীয় সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সংগঠন পরিপন্থি একটি কাজ মাত্র। পরবর্তীতে আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বিষয়টি অবহিত করি এবং তারা নির্দেশনা দেন যে, পূর্বে সম্মেলনে মাধ্যমে সম্পন্ন করা জেলা আহবায়ক ও যুগ্ম আহবায়কের স্বাক্ষরকৃত কমিটিই তাদের কার্যক্রম পরিচালনা করবে। সুতরাং এ ব্যাপারে সংগঠনের কোন নেতাকর্মী ও কোন ইউনিটকে বিভ্রান্ত না হওয়ার জন্য আহবান জানাচ্ছি।