সাতক্ষীরা

সদরের ব্রহ্মরাজপুর ইউপি মেম্বর মঙ্গল আর নেই: বিভিন্ন সংগঠনের শোক

By daily satkhira

February 13, 2020

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বারবার নির্বাচিত মেম্বর ও ডিবি গার্লস হাইস্কুলের ম্যানেজিং কমিটির সদস্য সদালাপী হাস্যোজ্জ্বল বিশিষ্ট সমাজ সেবক মো. রেজাউল করিম মঙ্গল (৬০) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বুধবার দিনগত রাত ১২টা ২৬ মিনিটে পরিবার পরিজন আত্মীয় স্বজন ও গুণগ্রাহীদের শোকের সাগরে ভাসিয়ে চলে গেছেন না ফেরার জগতে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা ও এক পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। জীবদ্দশায় তিনি স্থানীয় ডিবি গার্লস হাইস্কুল, ডিবি ইউনাইটেড হাইস্কুলেরর সদস্য, ব্রহ্মরাজপুর সরকারি প্রাইমারি স্কুলের সভাপতি, ডিবি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের সদস্য, ব্রহ্মরাজপুর ইউপির দুই মেয়াদে নির্বাচিত সদস্যসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। বৃহস্পতিবার জোহর নামাজের পর স্থানীয় ব্রহ্মরাজপুর সরদারবাড়ি ঈদগাহ ময়দানে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে অন্যান্যের মধ্যে অংশ নেন সাবেক সংসদ সদস্য ডা. মোখলেছুর রহমান, সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা স ম শহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা মো. জালাল উদ্দীন, মুক্তিযোদ্ধা মো. আব্দুস ছোবহান সরদার, ধুলিহর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবু প্রমুখ। এছাড়া বিভিন্ন এলাকার জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, কৃষক, শ্রমিক, ব্যবসায়িসহ সর্বস্তরের মানুষ জানাজা নামাজে অংশ নেন। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মেম্বর রেজাউল করিম মঙ্গলের মৃত্যুতে গভীর শোক, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের নেতৃবৃন্দ।