সাতক্ষীরা

ভোমরা সীমান্ত থেকে ১৫’শ পিস ভারতীয় মাস্ক জব্দ

By daily satkhira

February 13, 2020

আসাদুজ্জামান ঃ সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সীমান্ত এলাকা থেকে তিন লাখ টাকা মূল্যের ১৫’শ পিস ভারতীয় মাস্কসহ এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার ভোরে সীমান্তের লক্ষিদাঁড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক চোরাকারবারীর নাম আব্দুল কাদের (২২)। সে সদর উপজেলার আলীপুর গ্রামের মুজিবুর রহমানের ছেলে। সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, ভোমরা স্থলবন্দর সীমান্তের লক্ষিদাঁড়ি সীমান্ত দিয়ে অবৈধপথে বিপুল পরিমান ভারতীয় মালামাল আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা বিওপির কমান্ডার নুর আলমের নেতৃত্বে বিজিবির একটি টহলদল সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ১৫’শ পিস ভারতীয় মাস্কসহ উক্ত চোরাকারবারীকে হাতে নাতে আটক করা হয়। জব্দকৃত এসব মাস্কের বাজার মূল্য তিন লাখ টাকা। তিনি আরো জানান, আটক চোরাকারবারীকে সদর থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।