জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন কর্মসূচির অংশ হিসেবে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সাতক্ষীরা জেলা শাখার উর্দ্ধতন নেতৃবৃন্দের সমন্বয় সভা অনুষ্ঠিত। গত ১৩ ফেব্রুয়ারী-২০২০ বৃহস্পতিবার বিকাল ৪টায় দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সাতক্ষীরা জেলা সভাপতি এডভোকেট আল মাহমুদ পলাশের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এড. প্রবীর মুখার্জির পরিচালনায় অনুষ্ঠিত সমন্বয় সভায় আলোচনা করেন জেলা সহ-সভাপতি অধ্যাপক তপন কুমার শীল, মাষ্টার নির্মল দাস, মোঃ রোকন উদ্দীন, কামরুল ইসলাম, মাষ্টার আসাদুল ইসলাম। যুগ্ন-সাধারণ সম্পাদক এস এম রফিকুল ইসলাম, আহসান হাবিব, এম এ মামুন বিশ্বাস। আইনজীবী প্রাতিষ্ঠানিক শাখার সাংগঠনিক সম্পাদক এড. সুনীল ঘোষ, হোমিও চিকিৎসক প্রাতিষ্ঠানিক শাখা সভাপতি ডাঃ এ আর হাবিব, আইনজীবি সহকারী প্রাতিষ্ঠানিক শাখা সভাপতি মনোরঞ্জন বন্ধ্যোপধ্যায়, ক্লিনিক ও ডায়াগনিষ্টিক প্রাতিষ্ঠানিক শাখার সভাপতি ডাঃ খলিলুর রহমান, কৃষিজীবী প্রাতিষ্ঠানিক শাখা সভাপতি শংকর মিস্ত্রি, অবসরপ্রাপ্ত সরকারী চাকুরিজীবী প্রাতিষ্ঠানিক শাখার সভাপতি মহিউদ্দীন আহমেদ লাল্টু, পল্লি চিকিৎসক প্রাতিষ্ঠানিক শাখার সাধারণ সম্পাদক ডাঃ সঞ্জিব বিশ্বাস, মৎস্যজীবী প্রাতিষ্ঠানিক শাখার সভাপতি মোখলেছুর রহমান। জেলা সাংগঠনিক সম্পাদক অধ্যাপক উপানন্দ সরকার, মাহবুবুল আলম মিন্টু, মোছাক সরদার, জামাল আহমেদ বাদল, সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, জাহাঙ্গীর আলম, আছাফুর রহমান, আব্দুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মাদ হাফিজ প্রমুখ। সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপনে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন এবং মহান শহীদ দিবস তথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে নানামুখি সিদ্ধান্ত গ্রহণ করা হয়।