নিজস্ব প্রতিনিধি : প্রাণ সায়র খাল খননে স্বচ্ছতা, খালপাড়ের স্লোপ প্রোটেকশন নিশ্চিত করা, কোন প্রকার বর্জ্য খালের পানিতে না ফেলে বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার দাবিতে পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় সাতক্ষীরা শহরের পাকা পুলের উপরে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন, নাগরিক আন্দোলন মঞ্চ সাতক্ষীরার সভাপতি এড. ফাহিমুল হক কিসলু। সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাসুমের পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি প্রকৌশলী আবেদুর রহমান, শুধাংশু শেখর সরকার, এড. ওসমান গণি, শেখ ওবায়েদুস সুলতান বাবলু, স্বপন কুমার শীল, যুগ্ম সম্পাদক প্রভাষক ইদ্রিস আলী, সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান রাশি, সায়েম ফেরদৌস মিতুল, দপ্তর সম্পাদক এম. বেলাল হোসাইন। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যুগ্ম সম্পাদক রওনক বাসার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমির হোসেন খান চৌধুরি, শিক্ষা ও গবেষনা সম্পাদক জাহিদা জাহান মৌ, পৌর ৪নং ওয়ার্ডের আহবায়ক তৈয়েবুর রহমান লিটু প্রমুখ। পথসভায় বক্তারা বলেন, প্রাণ সায়র খাল পুন:খননে স্বচ্ছতা, জবাব দিহিতা নিশ্চিত করা করতে হবে। খাল খননের পর দুই পাড়ে স্লোপ প্রোটেকশন নিশ্চিত করতে হবে। তা না করলে দুই পাড় ধ্বসে পুনরায় খালটি পুনরায় পূর্বের অবস্থায় ফিরে যাবে। এতে সরকারের কোটি কোটি টাকা নষ্ট হবে। ফলে সাতক্ষীরাবাসীর কোন উপকার হবে না। বক্তারা আরো বলেন, খাল রক্ষায় পৌরসভার পক্ষ থেকে বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। কিন্তু পৌরসভা এ বিষয়ে উদাসীন রয়েছেন। যদি প্রাণ সায়র খালে বর্জ্য ফেলা হয়। তাহলে খালটি ভরাট হয়ে যাবে। পচা দুর্গন্ধে খালের দুইপাড়ে বসবাসকারীদের জনজীবন অতীষ্ট হয়ে উঠবে। খালের প্রাণ থাকবে না। এছাড়া পৌরসভার পক্ষ থেকে মশা নিধনের জন্য স্প্রে করার কথা থাকলেও সেটি করা হয় না। অবিলম্বে বক্তারা পৌরসভার পক্ষ থেকে বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করে প্রাণ খাল রক্ষার দাবি জানান।