সাতক্ষীরা

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনা রোধ ও জনসচেতনতা বৃদ্ধির জন্য বিআরটিএর বিশেষ অভিযান

By Daily Satkhira

April 17, 2017

মাহফিজুল ইসলাম আককাজ : সড়ক দুর্ঘটনা রোধ ও সুষ্ঠভাবে নিয়মতান্ত্রিকভাবে যান চলাচলের প্রত্যয় নিয়ে সারা দেশ ব্যাপি বিশেষ অভিযান পরিচালনার অংশ হিসাবে সাতক্ষীরাতেও  ট্রাকে অননুমোদিত কাঠামো বাম্পার, এ্যাঙ্গেল, ধারালো হুক বিশিষ্ট মোটরযানের বিরুদ্ধে বিশেষ অবিযান পরিচালনা করা হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিআরটিএ’র য়ৌথ উদ্যোগে শহরের বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় মোটরযান থেকে অননুমোদিত বাম্পার, এ্যাঙ্গেল, ধারালো হুক খুলে নেওয়া হয় এবং  মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ এর ১৫১ ধারয় ৭টি মোটরযানকে ১৭ হাজার টাকা জরিমানা করা  হয়। বিশেষ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু তালেব, বিআরটিএ’র সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক প্রকৌশলী তানভীর আহমেদ চৌধুরী। বিআরটিএ’র সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক প্রকৌশলী তানভীর আহমেদ চৌধুরী বলেন, জনসচেতনতা তৈরী ও পরিবহন সেক্টরে র্শঙ্খলা  ফিরিয়ে আনতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। এসময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিআরটিএ’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।