সাতক্ষীরা

সাতক্ষীরায় তিন দিন ব্যাপি কৃষি মেলার উদ্বোধন

By daily satkhira

February 16, 2020

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় তিন দিন ব্যাপি কৃষি মেলা ২০২০ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ ফেব্রুয়ারি) ১১টায় সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক হতে একটি র‌্যালি বের হয়ে সদর উপজেলা চত্বরে মেলা প্রাঙ্গণে আলোচনা সভাস্থলে গিয়ে মিলিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সাতক্ষীরা’র উপপরিচালক অরবিন্দ বিশ^াস’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে তিন দিন ব্যাপি কৃষি মেলা ২০২০ এর উদ্বোধন করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ । প্রধান অতিথির বলেন,‘মেধা ও চেষ্টায় কৃষির উন্নয়নে কৃষি কর্মকর্তারা কঠোর পরিশ্রম করে কৃষির উৎপাদনে ব্যাপক ভূমিকা রেখে চলেছে। জননেত্রী শেখ হাসিনা কৃষি ও কৃষকের উন্নয়নে ব্যাপক সহায়তা দিয়ে যাচ্ছে। আমাদের সাতক্ষীরার মাটি খুবই উর্বর। তুলনামূলকভাবে জমির পরিমান কম হলেও মহান আল্লাহর রহমতে সাতক্ষীরার মাটিতে যা চাষাবাদ করেন কৃষকরা সবই সোনার ফলন হয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এস.এম মারুফ তানভীর হুসাইন সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আমজাদ হোসেন প্রমুখ। মেলায় ২০টি স্টল স্থান পেয়েছে। এসময় সদর কৃষকদের মাঝে কৃষি কাজের উন্নয়নে ৮টি এল এল পি, ১০টি হ্যান্ড স্প্রেয়ার, ৫টি হ্যান্ড রিপার ও ৫টি ফুটপাম্প বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আমজাদ হোসেন।