সাতক্ষীরা

সাতক্ষীরা পিটিআই ডিপিএড ২০২০-২১ শিক্ষাবর্ষের অভিষেক

By daily satkhira

February 16, 2020

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা প্রাইমারী স্কুল ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) ডিপিএড ২০২০-২১ শিক্ষাবর্ষের ১ম ও ২য় শিফ্টের বিভিন্ন পরিষদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় সাতক্ষীরা পিআইট চত্ত্বরে অনুষ্টিত অভিষেক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম। পিটিআই সুপারিনটেনডেন্ট এসএম রাউফার রহিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী সুপারিনটেনডেন্ট ত্রিদিব কুমার ষোঘ, সহকারী জেলা প্রথমিক শিক্ষা অফিসার বাবুল আক্তার, পৌর কাউন্সিলর কাজী ফিরোজ হোসেন, ইন্সট্রাক্টর সাধারণ শুভেন্দু কুমার দাশ, ইন্সট্রাক্টর শারিরীক শিক্ষা মাহবুব মোস্তফা, ইন্সট্রাক্টর সাধারণ নুর ইসলাম, ইন্সট্রাক্টর সাধারণ সাধন কুমার দাশ, ইন্সট্রাক্টর সাধারণ আব্দুস সবুর, ইন্সট্রাক্টর সাধারণ মোস্তাফিজুর রহমান, ইন্সট্রাক্টর সাধারণ কবির আহমেদ, ইন্সট্রাক্টর সাধারণ দেবাশীষ বসু, ইন্সট্রাক্টর কম্পিউটার সাইন্স মাহবুর আলম ও সহকারী লাইব্রেরিয়ান আমিরুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, শিক্ষাকতা একটি মহান পেশা। এ মহান পেশার ব্রত নিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। একজন শিক্ষক পরশ পাথরের মতো। আগে শিক্ষকরা লাঠি নিয়ে পাঠ দান করতেন। কিন্তু এখন শিক্ষকরা মমতা ও ভালোবাসা দিয়ে শিক্ষার্থীদের শিক্ষাদান করে থাকেন। সম্প্রতি প্রধানমন্ত্রী শিক্ষকদের বেতন কাঠামো পরিবর্তন করে শিক্ষকদের দাবী অনুযায়ী নতুন স্কেলে বেতন দিচ্ছে। যাতে করে শিক্ষকরা ক্লাসে শিক্ষার্থীদের আরো ভালোভাবে পাঠদানের পাশাপাশি আরো বেশি মনোযগি হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।