ন্যাশনাল ডেস্ক: চট্টগ্রাম সিটি কর্পোরেশনে (চসিক) আগামী ২৯ মার্চ ভোটের দিন রেখে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ ছাড়া একইদিনে (২৯ মার্চ) বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপনির্বাচনও অনুষ্ঠিত হবে।
রোববার বিকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর।
চসিকে ভোটগ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে, আর বগুড়া ও যশোরের উপনির্বাচন হবে ব্যালট পেপারে। ওইদিন সকাল ৯টা থেকে বিরতিহীন বিকাল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।
তফসিল অনুযায়ী, ২৭ ফেব্রুয়ারি মনোনয়ন দাখিলের শেষ সময়, মনোনয়নপত্র বাছাই ১ মার্চ, আপিল ২ থেকে ৪ মার্চ, প্রার্থিতা প্রত্যাহার ৮ মার্চ এবং ৯ মার্চ প্রতীক বরাদ্দ। আর ২৯ মার্চ একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।