শিক্ষা

২৭ হাজার টাকা মিষ্টি খাবেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের দুই সহকারী!

By Daily Satkhira

April 17, 2017

এম. বেলাল হোসাইন : সদর উপজেলা শিক্ষা অফিসের দুই অফিস সহকারীর অভিনব আবদার। ডায়াবেটিসের কারণে যখন মানুষ মিষ্টি খাওয়া ছেড়ে দিচ্ছে তখন সাতক্ষীরা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের দুই অফিস সহকারী ওয়াদুদ ও সাইফুল অবদার করেছেন তারা মিষ্টি খাবেন ২৭ হাজার টাকার! আর এই মিষ্টি কেনার টাকা দিতে হবে দরিদ্র প্রাথমিক স্কুল শিক্ষকদের। সদর উপজেলার নিয়োগপ্রাপ্ত প্যানেলভুক্ত ২৭জন শিক্ষকের বেতন উপলক্ষ্যে শিক্ষক প্রতি ১ হাজার টাকা দাবি করেছেন তারা। নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষকরা জানান, সম্প্রতি নিয়োগ প্রাপ্ত শিক্ষকদের বেতন চালু হাওয়া উপলক্ষে শিক্ষক প্রতি ১ হাজার টাকা দাবি করা হয়। সদর উপজেলা শিক্ষা অফিসের অফিস সহকারী ওয়াদুদ  শিক্ষকদের ফোন করে এ টাকা দাবি করেন। দাবিকৃত টাকা আজ ১৮ এপ্রিলের মধ্যে অন্য অফিস সহকারী সাইফুলের কাছে জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে। এদিকে এঘটনায় শিক্ষকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে এ অভিযোগ অস্বীকার করে অফিস সহকারী ওয়াদুদ প্রথমে জানতে চানÑ একথা সাংবাদিকদের কে বলেছে। পরে তিনি বলেন, “এ বিষয়ে আমি কিছুই জানি না।” অন্য অফিসহকারী সাইফুলের ফোন নম্বার বন্ধ থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। অন্যদিকে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা(অতিরক্ত দায়িত্ব) মো: আকবর হোসেনের মোবাইলে বহুবার রিং দিলেও তিনি ফোন রিসিভ করেননি।