শরৎ বাবু বসে আছেন অসহায় নয়নে কবিগুরুর চেহারা বড্ড মলিন, বঙ্কিম, নজরুল কেউই ভালো নেই আজ বঞ্চনায় অবহেলায় শোকাতুর যেন !
কী হয়েছে আজ? কেন এমন হলো ? অবহেলার প্রশ্ন কেন আসে বলো তো ? রবীন্দ্র জয়ন্তী, নজরুল জন্মবার্ষিকী — সবই তো চলছে ঠিকঠাক, বিপুল উদ্যোগে অসামান্য জৌলুসে, তবে ?
রবীন্দ্র জয়ন্তী চলছে ঠিকই তবে মেরে ফেলেছো কবিগুরুকে নজরুলের বাবরি চুলের বাহারি ছবি দেখি তাঁর সাহিত্যের চর্চা, আছে কি না বলো ?
বই কিনে কেউ পড়ি না এখন বুক সেলফে সাজানো থাকে থরে থরে চোখ মন নিবিষ্ট থাকে টিভি পর্দায় কিংবা ইন্টারনেটের রঙিন জগতে !
#ভাষার মাসে প্রাসঙ্গিক বিবেচনায় বাংলা ভাষাপ্রেমীদের জন্য উৎসর্গীকৃত