সাতক্ষীরা

শো-কেসে সাহিত্য – জেলা জজ শেখ মফিজুর রহমান

By daily satkhira

February 17, 2020

শরৎ বাবু বসে আছেন অসহায় নয়নে কবিগুরুর চেহারা বড্ড মলিন, বঙ্কিম, নজরুল কেউই ভালো নেই আজ বঞ্চনায় অবহেলায় শোকাতুর যেন !

কী হয়েছে আজ? কেন এমন হলো ? অবহেলার প্রশ্ন কেন আসে বলো তো ? রবীন্দ্র জয়ন্তী, নজরুল জন্মবার্ষিকী — সবই তো চলছে ঠিকঠাক, বিপুল উদ্যোগে অসামান্য জৌলুসে, তবে ?

রবীন্দ্র জয়ন্তী চলছে ঠিকই তবে মেরে ফেলেছো কবিগুরুকে নজরুলের বাবরি চুলের বাহারি ছবি দেখি তাঁর সাহিত্যের চর্চা, আছে কি না বলো ?

বই কিনে কেউ পড়ি না এখন বুক সেলফে সাজানো থাকে থরে থরে চোখ মন নিবিষ্ট থাকে টিভি পর্দায় কিংবা ইন্টারনেটের রঙিন জগতে !

#ভাষার মাসে প্রাসঙ্গিক বিবেচনায় বাংলা ভাষাপ্রেমীদের জন্য উৎসর্গীকৃত