নিজস্ব প্রতিনিধি : প্রাণ সায়র খাল খননে স্বচ্ছতা, খালপাড়ের স্লব প্রোটেকশন নিশ্চিত করা, কোন প্রকার বর্জ্য খালের পানিতে না ফেলে বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার দাবিতে পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় সাতক্ষীরা শহরের খুলনা রোর্ড মোড়ে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন, নাগরিক আন্দোলন মঞ্চ সাতক্ষীরা পৌর ৯নং ওয়ার্ডের সভাপতি আলহাজ্ব মোহাসিন আলী। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নাগরিক আন্দোলন মঞ্চ সাতক্ষীরা সভাপতি এড. ফাহিমুল হক কিসলু। নুরুল হকের পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি প্রকৌশলী আবেদুর রহমান, শুধাংশু শেখর সরকার, এড. ওসমান গণি, শেখ ওবায়েদুস সুলতান বাবলু, যুগ্ম সম্পাদক প্রভাষক ইদ্রিস আলী, ৯ নং ওয়ার্ড নাগরিক আন্দোলন মঞ্চের এর সাংগঠনিক সম্পাদক তৈয়েবুর রহমান। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দপ্তর সম্পাদক এম. বেলাল হোসাইন, শিক্ষা ও গবেষনা সম্পাদক জাহিদা জাহান মৌ, পথসভায় বক্তারা বলেন, প্রাণ সায়র খাল পুর্নখননে স্বচ্ছতা, জবাব দিহিতা নিশ্চিত করা করতে হবে। খাল খননের পর দুই পাড়ে স্লব প্রোটেকশন নিশ্চিত করতে হবে। খাল রক্ষায় পৌরসভার পক্ষ থেকে বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। কিন্তু পৌরসভা এ বিষয়ে উদাসীন রয়েছেন। অবিলম্বে বক্তারা পৌরসভার পক্ষ থেকে বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করে প্রাণ খাল রক্ষার দাবি জানান।