তালা

তালায় ট্রাকের চাপায় ডাচবাংলা ব্যাংক কর্মকর্তা নিহত

By Daily Satkhira

February 18, 2020

তালা প্রতিনিধি: ট্রাকের চাকার তলায় পড়ে এক ব্যাাংক কর হয়েছে। সোমবার ২টার দিকে সাতক্ষীরা-খুলনা সড়কের পাটকেলঘাটা থানাধীন বঙ্গবন্ধু হাইস্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম সামসুর রহমান সানা (৪০)। তিনি সাতক্ষীরার আশাশুনি থানাধীন শ্রীউলা গ্রামের শহীদুল্যাহর সানার ছেলে এবং পাটকেলঘাটা ডাচবাংলা ফাস্ট ট্র্যাকের এডিসি ম্যানেজার প্রত্যক্ষদর্শীরা জানান, সামসুর রহমান সানা মটরসাইকেলে অফিস শেষে বাড়ির দিকে যাচ্ছিলেন। বঙ্গবন্ধু হাইস্কুলের সামনে পৌঁছালে মটরসাইকেল থেকে খেয়ে পড়েগেলে পিছন দিক থেকে দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তবে পুলিশ ঘাতক ট্রাকটিকে আটকাতে পারেনি। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ মুর্শেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।ট্রাকের চাকার তলায় পড়ে এক ব্যাাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। সোমবার ২টার দিকে সাতক্ষীরা-খুলনা সড়কের পাটকেলঘাটা থানাধীন বঙ্গবন্ধু পেশাভিত্তিক হাইস্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মো. শমসের আলী সানা (৪০)। তিনি সাতক্ষীরার কালিগঞ্জ থানাধীন শ্রীকলা গ্রামের শহীদুল্যাহর সানার ছেলে এবং ডাচবাংলা ব্যংকের ফাস্ট ট্র্যাক, পাটকেলঘাটা শাখার সিনিয়র এডিসি ম্যানেজার। প্রত্যক্ষদর্শীরা জানান, শমসের আলী সানা মটরসাইকেলযোগে অফিসে যাচ্ছিলেন। তার ডিউটি ছিল দুপুর ২টা থেকে। তিনি সাতক্ষীরার বাসা থেকে বঙ্গবন্ধু পেশাভিত্তিক হাইস্কুলের সামনে পৌঁছালে পেছন থেকে পাথরবাহী একটি ট্রাক ধাক্কা দিলে মটরসাইকেল থেকে পড়ে ট্রাকার চাকার তলায় পড়ে মৃত্যুবরণ করেন। ঘটনাস্থলেই তিনি মারা যান। তবে পুলিশ ঘাতক ট্রাকটিকে আটকাতে পারেনি। তবে নিহত শমসের আলী সানার ব্যবহৃত মোটরসাইকেলটি পাটকেলঘাটা থানা হেফাজতে আছে। উল্লেখ্য, নিহত শমসের আলী সানার চতুর্থ শ্রেণীতে পড়ুয়া একটি ছেলে সন্তান আছে। নাম তানভীর হোসেন। সে সাতক্ষীরা সরকারী বালক বিদ্যালয়ে পড়াশুনা করে। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ মুর্শেদ ঘটনাস্থল পরিদর্শন শেষে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।