ডেস্ক রিপোর্ট : সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকায় “জেলা জাতীয় পার্টি এখন পারিবারিক পার্টি” শীর্ষক প্রতিবেদন প্রকাশের জের ধরে সাংবাদিক মুনসুর রহমানকে মারপিটের অভিযোগের ঘটনায় জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশুসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সূর্যের আলো পত্রিকার চীফ রিপোর্টার সদরের মাছখোলার মুনসুর রহমান বাদি হয়ে সোমবার সাতক্ষীরার আমলী প্রথম আদালতে এ মামলা দায়ের করেন। বিচারক হুমায়ুন কবীর তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। মামলার অপর আসামীরা হলেন, মাছখোলা গ্রামের ইছহাক আলী সরদারের ছেলে রোকনুজ্জামান সুমন ও কাটিয়া লস্করপাড়ার আশরাফুজ্জামান আশুর ছেলে কাইসারুজ্জামান হিমেল। মামলার বিররণে বলা হয়, গত ১৯ জানুয়ারি সাতক্ষীরা থেকে প্রকাশিত সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকায় ‘তৃণমুলে ক্ষোভ, জেলা জাতীয় পার্টি এখন পারিবারিক পার্টি’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে জেলা জাতীয় পার্টিও সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু ও তার পরিবারের সদস্যদের কথা উঠে আসে। এতে সাংবাদিক মুনসুর রহমানকে খুন জখমের হুমকি দেওয়া হয়। এরই জের ধরে গত ৬ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে কাটিয়া সরকারপাড়া ইসলামিয়া স্কুল মোড়ে আশরাফুজ্জামান আশুর নির্দেশে সুমন ও হিমেল পিটিয়ে জখম করে মুনসুর রহমানকে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা করায়। বিষয়টি নিয়ে থানায় মামলা হয়নি। বাধ্য হয়ে মুনসুর রহমান সোমবার আদালতে এ মামলা দায়ের করেন।