নিজস্ব প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে সাতক্ষীরা জেলা তথ্য অফিসের আয়োজনে সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৯ ফেব্রুয়ারি বুধবার সকালে সদর উপজেলার শিবপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মজিদ বিশ^াসের সভাপতিত্বে পরানদহা দারুল উলুম মাদ্রাসায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ আসাদুজ্জামান বাবু। প্রধান অতিথি আসাদুজ্জামান বাবু বলেন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের অগ্রযাত্রায় ব্যাপক ভুমিকা রেখেছেন। দেশের শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত, রাস্তাঘাট, মসজিদ, মন্দির, গীর্জা, শশ্মান, ব্রীজ, কালভার্ট, বিদ্যুৎতের উন্নয়ন করেছেন। শেখ হাসিনা নিজের স্বার্থে দেশ পরিচালনা করে না। তিনি দেশের ও জনগণের ভাগ্য উন্নয়নের কল্যানে কাজ ও দেশ পরিচালনা করছে। দেশের মানুষের ১০ টাকা কেজি ধরে চাল খাওয়াচ্ছে। এছাড়াও বস্কয়, বিধবা, মাতৃ, প্রতিবন্ধী, শিক্ষীর্থীদের ভাতা দিয়ে যাচ্ছে। বর্তমান সরকার মাদ্রাসাসহ অন্যন্যা শিক্ষা প্রতিষ্ঠান গুলো এমপিওভুক্ত করে দিচ্ছেন। শিক্ষাপ্রতিষ্ঠানে কোমলমতি শিশুদেরকে বছরের প্রথম মাসে বিনামুল্য বই দিচ্ছেন। বর্তমান সরকার যে ভাবে দেশের ও জনগণের কল্যাণে উন্নয়ন করে যাচ্ছে। সেই তলুনায় বিগত সরকারের আমলের এত উন্নয়ন হয়নি। মহিলা সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক শরিফুল কাওসার সুমন, আওয়ামীলীগ নেতা আকবর আলি, শওকত আলি, আজহারুল ইসলামসহ মাদ্রসার শিক্ষক, ম্যানেজিং কমিটি,কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।