সাতক্ষীরা

সাতক্ষীরায় শতবর্ষের পথে বঙ্গবন্ধু সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত

By daily satkhira

February 19, 2020

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় সম্প্রীতি বাংলাদেশ’র উদ্যোগে শতবর্ষের পথে বঙ্গবন্ধু সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় সম্প্রীতি বাংলাদেশ’র আয়োজনে ও সাতক্ষীরা জেলা প্রশাসনের সহযোগিতায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সম্প্রীতি বাংলাদেশ’র আহবায়ক পীযুষ বন্দ্যোপাধ্যয়’র সভাপতিত্বে সম্প্রীতি সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর ০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ। এসময় তিনি বলেন,‘মানুষকে ভাল বাসতে হবে তাহলে সম্প্রীতির মেলবন্ধন অটুট থাকবে। দেশ ও জাতিকে সমৃদ্ধ করতে সম্প্রীতিকে হ্নদয়ে লালন করতে হবে। সম্প্রীতির মাধ্যমে জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাকে কাজ করতে হবে। আমরা ইতিহাসকে খুব সহজেই ভুলে যায়। স্বাধীনতা বিরোধীরা দেশের সঠিক ইতিহাসকে বিকৃত করেছিল। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে স্বাধীনতার সঠিক ইতিহাস জাতির সামনে তুলে ধরেছেন। জননেত্রী শেখ হাসিনার অবদান ভোলার নয়। আমরা সেই বীরের জাতি বিশে^র মধ্যে আমরাই মাতৃভাষার জন্য জীবন দিয়েছি। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে সকলকে সজাগ থাকার আহবান এমপি রবি।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সম্প্রীতি বাংলাদেশ’র সদস্য সেলিম রেজা, সম্প্রীতি বাংলাদেশ’র নির্বাহী সদস্য মিহির কান্তি ঘোষাল প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সম্প্রীতি বাংলাদেশ’র যুগ্ম আহবায়ক ও সাবেক সচিব মো. নাসির উদ্দিন আহমেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা’র চেয়ারম্যান পৌর কাউন্সিলর জ্যোৎস্না আরা, অধ্যাপক কাজী মুহম্মদ অলিউল্লাহ, সাংবাদিক সুভাষ চৌধুরী, বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী ও প্রধান শিক্ষক নাসরিন খান লিপি, সাবেক ব্যাংকার হেনরী সরদার প্রমুখ। এসময় জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, সম্প্রীতি বাংলাদেশ’র নেতৃবৃন্দসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী ও জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মুসফিকুর রহমান মিল্টন।