কালিগঞ্জ

আজ ভুটান যাচ্ছেন প্রধানমন্ত্রী ; সফরসঙ্গী ডাঃ রুহুল হক এমপি

By Daily Satkhira

April 18, 2017

ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক অটিজম সম্মেলনে অংশ নিতে আজ মঙ্গলবার তিন দিনের সফরে ভুটান যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় বাংলাদেশ ও ভুটানের মধ্যে ছয়টি চুক্তি এবং সমঝোতা স্মারক (এমওইউ) সই হতে পারে। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী। তিনি বলেন, আন্তর্জাতিক অটিজম সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী ভুটান যাচ্ছেন। সফরকালে বাংলাদেশ ও ভুটানের মধ্যে ছয়টি চুক্তি এবং এমওইউ সই হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ভূটানে যাচ্ছেন সাতক্ষীরা-০৩ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যী মন্ত্রী প্রফেসর ডাঃ আফম রুহুল হক এমপি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুটানের রাজা জিগমে খেসার নেমিয়েল ওয়াংচুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টবগের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। সফরকালে সেখানে অটিজম সচেতনতাবিষয়ক একটি সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। ২০১১ সালে ঢাকায় একই ধরনের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। অটিজম বিষয়ে কাজ করার জন্য প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ বিশ্বব্যাপী পরিচিত। ভুটানে অটিজম সচেতনতা সম্মেলনেও সায়মা ওয়াজেদ যোগ দিচ্ছেন।