সাতক্ষীরা

কলারোয়ায় এসএসসি পরীক্ষায় সহযোগিতার দায়ে শিক্ষক ও কেন্দ্র সচিবকে অব্যাহতি

By daily satkhira

February 20, 2020

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়া উপজেলায় এসএসসি পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীকে সহায়তার অভিযোগে কক্ষ পরিদর্শকের দায়িত্বে থাকা এক শিক্ষককে বহিস্কার এবং সহায়তার অভিযোগে সরকারি পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুর রবকে কেন্দ্র সচিবের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল কেন্দ্রের ১০১নং রুমের পরীক্ষার্থীকে সহায়তার অভিযোগে দায়িত্বে থাকা সহকারী শিক্ষক রঞ্জন কুমার ঘোষকে বহিস্কারের নির্দেশ দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আর এম সেলিম শাহনেওয়াজ। এসএসসি পরীক্ষার্থী তিথি ঘোষ সহকারী শিক্ষক রঞ্জন কুমার ঘোষের আপন ভাগ্নি। পরীক্ষার হলে সহকারী শিক্ষক রঞ্জন কুমার ঘোষ তার ভাগ্নিকে অনৈতিক সুবিধা দিচ্ছেন বিষয়টি নির্বাহী ম্যাজিস্ট্রেটের নজরে আসলে তিনি ওই শিক্ষকদের কেন্দ্র থেকে বহিস্কারের আদেশ দেন বলে জানান নির্বাহী কর্মকর্তা আর এম সেলিম শাহনেওয়াজ।