জাতীয়

আমি কৃষকের ছেলে তাই হাওরের অবস্থা বুঝতে পারি

By Daily Satkhira

April 18, 2017

ন্যাশনাল ডেস্ক :  রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ বলেছেন, সুনামগঞ্জে হাওরে বৃষ্টিপাতে ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমি আশাকরি এই দুর্যোগ আপনারা দ্রুত কাটিয়ে উঠবেন। আমি সব সময় হাওরের খোঁজ খবর নেই, কারণ আমি হাওরের মানুষ। আমি কৃষকের ছেলে তাই সুনামগঞ্জের হাওরের বর্তমান কি অবস্থা তা বুঝতে পারি। সোমবার রাতে সুনামগঞ্জ শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন আয়োজিত জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, আপনার হাওরের মানুষ না খেয়ে থাকবেন না। আমাদের দেশে প্রচুর পরিমাণ খাদ্য মজুদ রয়েছে। আব্দুল হামিদ বলেন, আপনারা আমাকে ভুল বুঝেন, মনে করেন আমি সরকার। কিন্তু তা নয় আমি, নিরপেক্ষ বাংলাদেশের রাষ্ট্রপতি কোনো দলের মন্ত্রী নয়। কারণ রাষ্ট্রপতি পদ হচ্ছে সম্পূর্ণ নিরপেক্ষ পদ। এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান ও সুনামগঞ্জের সংসদ সদস্যরা।