সাতক্ষীরা

মাতা হারালেন কবি স ম তুহিন ॥ বিভিন্ন মহলের শোক

By daily satkhira

February 21, 2020

ডেস্ক রিপোর্ট : কবি স ম তুহিনের মাতা সুলতানা আখতার(৬৪) আর নেই। তিনি শুক্রবার রাত ১২.১৫ মিনিটের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগরের নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেছেন।(ইন্নালিল্লাহি—- রাজিউন।) তিনি মৃত. বীরমুক্তিযোদ্ধা এস এম নাছির উদ্দীনের স্ত্রী। মৃত্যুকালে তিনি ২পুত্র এক কন্যাসহ অসংখ্যা গুণগ্রাহি রেখেগেছেন। এদিকে তার মৃত্যুর খবরের দ্রুত মরহুমের বাড়িতে উপস্থিত হন সাতক্ষীরা-১(তালা-কলারোয়া) আসনের সাংসদ এড.মুস্তফা লুৎফুল্লাহ। এসময় সাংসদ স্বজনদের সান্তনা প্রদান করেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। এছাড়া বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেছেন। সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টি: সুলতানা আখতারের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করে বিবৃতি দিয়েছেন, সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক এড. ফাহিমুল হক কিসলু, সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড মহিবুল্লাহ মোড়ল, কমরেড সাবীর হোসেন, কমরেড ইঞ্জি: আবেদুর রহমান, কমরেড ময়নুল হাসান, কমরেড রফিকুল ইসলাম, কমরেড আব্দুর রউফ মাস্টার, কমরেড স্বপন কুমার শীল, কমরেড নাসরীন খানম লিপি, কমরেড আব্দুল জলিল মোড়ল, কমরেড অজিত কুমার রাজবংশী, কমরেড মফিজুল হক জাহাঙ্গীর, কমরেড নির্মল সরকার, কমরেড শিবপদ গাইন, কমরেড হিরন্ময় মন্ডল সহ পার্টির সকল পর্যায়ের নেতৃবৃন্দ। অনরূপ বিবৃতি দিয়েছেন নাগরিক আন্দোলন মঞ্চ সাতক্ষীরার সভাপতি এড. ফাহিমুল হক কিসলু, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাসুমসহ সংগঠনের সকল নেতৃবৃন্দ।