সাতক্ষীরা

সাতক্ষীরা পৌর ৬নং ওয়ার্ডে বিদ্যুৎ-পানির সংযোগ ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে নাগরিক সমাবেশ

By daily satkhira

February 22, 2020

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা পৌর ৬নং ওয়ার্ডের ঘরে ঘরে বিদ্যুৎ, সুপেয় পানির সংযোগ ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাগরিক আন্দোলন মঞ্চ, সাতক্ষীরার সভাপতি এড.ফাহিমুল হক কিসলু। প্রধান বক্তা ছিলেন, নাগরিক আন্দোলন মঞ্চ, সাতক্ষীরার সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাসুম। বক্তব্য রাখেন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক সায়েম ফেরদৌস মিতুল, দপ্তর সম্পাদক এম. বেলাল হোসাইন, কামরুজ্জামান কামু প্রমুখ। ৬নং ওয়ার্ড নাগরিক আন্দোলন মঞ্চের নেতা নাছিম আব্দুল্লাহ’র সার্বিক তত্ত্বাবধায়নে সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ রোকনুজ্জামান, কামাল উদ্দিন, আব্দুস সালাম, সাঈদুর রহমান, সুজন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, নাছির উদ্দীন। বক্তারা বলেন, সাতক্ষীরা পৌর সভার অবহেলিত ৬ নং ওয়ার্ড এর শত শত বাড়িতে আজও বিদ্যুতের সংযোগ নেই। শত শত বাড়িতে আজও পৌর সভার সাপ্লাই পানির সংযোগ পৌঁছায়নি। এই ওয়ার্ডের শত শত বিঘা জমি বছরের পর বছর ধরে জলাবদ্ধতায় নিমজ্জিত হয়ে আছে। উন্নয়নবঞ্চিত এই ওয়ার্ডের অধিকাংশ রাস্তা-ঘাট চলাচলের অনুপযোগী। অথচ বর্তমান সরকার ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দিতে প্রতিশ্রুতি বদ্ধ। কিন্তু সাতক্ষীরা পৌর কর্তৃপক্ষের গাফিলতির কারণে এই ওয়ার্ডের মানুষ সুবিধা বঞ্চিত। অবিলম্বে এসব সমস্যার সমাধান করে সাতক্ষীরা পৌর সভার ৬ নং ওয়ার্ডবাসীকে সকল নাগরিক সুবিধা প্রদান করে তাদের অধিকার প্রতিষ্ঠার দাবি জানান বক্তারা।