আশাশুনি

নিয়মিত মিসাইল পরীক্ষার ঘোষণা নর্থ কোরিয়ার

By Daily Satkhira

April 18, 2017

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাথে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার মধ্যেই আন্তর্জাতিক বাধা উপেক্ষা করে মিসাইল পরীক্ষা চালানোর ঘোষণা দিয়েছে নর্থ কোরিয়া। তারা সাপ্তাহিক, মাসিক এবং বাৎসরিকভাবে মিসাইল পরীক্ষা চালাবে বলে দেশটির সহ পররাষ্ট্রমন্ত্রী হ্যান সং রয়ল বিবিসিকে জানিয়েছেন।

যুক্তরাষ্ট্র যদি সামরিকভাবে উদ্ধত আচরণ করে, তবে তা ‘সবাইকে যুদ্ধের’ মধ্যে ফেলে দিবে বলেও সতর্ক করেন তিনি। এর আগে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেন, নর্থকোরিয়া বিষয়ে ‘যুক্তরাষ্ট্রের কৌশলগত ধৈর্য্য’ শেষ হয়ে গেছে।

উভয় পক্ষের উত্তপ্ত বাক্য বিনিময় এই অঞ্চলে উত্তেজনা বাড়িয়ে দিচ্ছে।

নর্থ কোরিয়ার একটি মিসাইল পরীক্ষা ব্যর্থ হওয়ার পর রোববার মাইক পেন্স সাউথ কোরিয়া সফরে যান। সাউথ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের সঙ্গে কথা বলার পর তিনি জানান, ‘সম্প্রতি সিরিয়া আফগানিস্তান বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা বিশ্ববাসী দেখেছে। ডোনাল্ড ট্রাম্পের বা এই অঞ্চলে মার্কিন সৈন্যদের ক্ষমতা পরীক্ষা না করলে নর্থ কোরিয়া ভালো করবে।’

তিনি এসময় সাউথ কোরিয়ার প্রতি যুক্তরাষ্ট্রের শতভাগ সমর্থনের কথাও জানান।