খেলা

শেষ বিকেলে ম্যাচে ফিরল বাংলাদেশ

By Daily Satkhira

February 23, 2020

খেলার খবর: মিরপুর টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশ তেমন একটা এগিয়ে নেই। তবে স্পিনার নাইম হাসানের চার উইকেট কিছুটা হলেও ম্যাচে ফিরিয়েছে টাইগারদের। টসে জিতে ব্যাট করতে নামা জিম্বাবুয়ে প্রথম দিন শেষে ৬ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে জমা করেছে ২২৮ রান। দ্বিতীয় দিনে যথাসম্ভব কম রানে জিম্বাবুয়ের ব্যাটিংয়ের লেজটুকু ছেঁটে দেয়ার লক্ষ্য নিয়েই নামবে টাইগাররা।

দিনের প্রথম দুই সেশনে এগিয়েই ছিল জিম্বাবুয়ে। প্রায় দুই সেশনে মাত্র তিন উইকেট হারিয়ে দলটি তোলে ১৩৪ রান। বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন অফ স্পিনার নাইম হাসান। শেষ সেশনে ঘুরে দাঁড়ায় টাইগাররা, তুলে নেয় তিনটি উইকেট। জিম্বাবুয়ের পক্ষে সেঞ্চুরি তুলে নিয়েছেন ক্রেইগ আরভিন। তিনি করেছেন ১০৭। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ চার উইকেট নিয়েছেব ঐ নাইমই।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস (উইকেটরক্ষক), নাঈম হাসান, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহী ও এবাদত হোসেন।

জিম্বাবুয়ে একাদশ: প্রিন্স মাসভাউরে, কেভিন কাসুজা, ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রেন্ডন টেলর, টিমিসেন মারুমা, সিকান্দারা রাজা, রেগিস চাকাভা (উইকেটরক্ষক), ডোনাল্ড তিরিপানো, চার্লটন টিসুমা, এইন্সলে এনডিলোভু ও ভিক্টর নায়াউচি।