ভিন্ন স্বা‌দের খবর

সাইকেলে উঠতে মই ব্যবহার করতে হয়!

By Daily Satkhira

April 18, 2017

ভিন্ন স্বাদের সংবাদ : ফেলিক্স র‌্যামন গুইরোলা সেপেরো (৫২) নামের কিউবার এক নাগরিক তৈরি করেছেন বিশ্বের সবচেয়ে উঁচু সাইকেল। ওই সাইকেলটিতে উঠতে রীতিমতো মই ব্যবহার করতে হয়! স্থানীয় ওয়ার্কশপে অর্ডার দিয়ে ওই সাইকেলটি বানিয়েছেন সেপেরো।

সেপেরো যখন সাইকেলটি চালিয়ে হাভানার রাস্তা দিয়ে যান তখন রাস্তার সবাই তার দিকেই তাকিয়ে থাকে। থাকবেই বা না কেন? সাইকেলটির উচ্চতা প্রায় তিন মিটার!

সেপেরো জানান, সাধারণত কোনো সিগন্যালে দাাঁড়াতে হলে তিনি আশপাশের কোনো বাসের ছাদে হাত দিয়ে দাঁড়ান। এতে ড্রাইভার অসুবিধা বোধ করলে কোনো দেয়াল বা উঁচু কিছু ধরে ফেলেন।

সেপেরো আরও পাঁচটি সাইকেল বানাচ্ছেন। যেগুলো বর্তমান সাইকেলটির এর চেয়েও উঁচু হবে। তিনি জানান, উঁচু সাইকেল বানানো ও চালানো তার অনেকটা নেশার মতো হয়ে গেছে।