আশাশুনি

আশাশুনির প্রাথমিক বিদ্যালয় গুলোতে স্টুডেন্টস কাউন্সিল

By daily satkhira

February 23, 2020

মোস্তাফিজুর রহমান, আশাশুনি: আশাশুনি উপজেলার ১৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে ব্যাপক উৎসহ উদ্দিপনার মধ্য দিয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন-২০২০ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনকে ঘিরে উপজেলার বিভিন্ন স্কুল খুদে ভোটারদের কলকাকলিতে মেতে উঠতে দেখাগেছে। রবিবার সকাল ৯টা থেকে শুরু হয়ে এ ভোট গ্রহন চলে বেলা ১টা পর্যন্ত। প্রতিটি বিদ্যালয়ে ৭টি পদে নেতৃত্বে নির্বাচনের জন্য শিক্ষার্থীরা ভোট প্রদান করেন। উপজেলার বিভিন্ন প্রাতমিক বিদ্যালয় ঘুরে দেখা গেছে, শিক্ষার্থীরা সু-শৃঙ্খলভাবে তাদের ভোট প্রয়োগ করেছে। উপজেলার বুধহাটা ইউনিয়নের পাইথালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭টি পদের বিপরিতে মোট ১২জন প্রতিদ্ব›দ্ধী প্রার্থী নির্বাচনে অংশ গ্রহন করে। মোট ৯৯জন শিক্ষার্থীর মধ্যে ৮৪ জন শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করে। ৮৪ ভোটের মধ্যে ৭১ ভোট বৈধ এবং ১৩ ভোট বাতিল বলে ঘোষনা করা হয়। এর মধ্যে ৩য় শ্রেণীর ফারজানা সুলতানা ৭১ ভোট, ৪র্থ শ্রেণীর রাকিবুল হানান ৭০ ভোট, ৪র্থ শ্রেণীর সিনথীয়া রহমান ৬৮ ভোট, ৩য় শ্রেণীর বিজয় বিশ্বাস ৫৪ ভোট, ৫ম শ্রেণীর ফাহিম ফরহাদ ৫২ ভোট, ৫ম শ্রেণীর জারিন তাসনিম ৪৯ ভোট ও ৫ম শ্রেণীর মোহনা খাতুন ৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়। এছাড়া নিকটতম প্রতিদ্ব›দ্ধী প্রাথী জুয়েল হাসান ২৬, সুইটি পারভীন ১৮, জুবায়ের হোসেন ১৭, তামিম হোসেন ১৩ ও মেহেদী হাসান ১ ভোট পায়। অত্র বিদ্যালয়ের নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন ৫ম শ্রেণীর ছাত্রী রাখি দাশ। প্রিজাইটিং ৪র্থ শ্রেনীর ছাইফুল্লাহ হোসেন এবং ৫ম শ্রেণী তামিম হোসেন ও তমা খাতুন পোলিং এর দাযিত্বে ছিলেন। পাইথালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল ইসলাম জানান, শিশুকাল থেকেই গনতন্ত্র চর্চা ও গনতান্ত্রিক মুল্যবোধের প্রতি শিক্ষার্থীদের শ্রদ্ধশীল হওয়া জন্য প্রাথমিক বিদ্যালয় গুরোতে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অতিব গুরুত্বপূর্ণ।