সাতক্ষীরা

তৌফিক ড্রিংকিং ওয়াটার ফ্যাক্টরি বন্ধ করে দিল ভ্রাম্যমাণ আদালত, হুগলি বেকারিকে জরিমানা

By daily satkhira

February 23, 2020

ডেস্ক রিপোর্ট: অস্বাস্থ্যকর পরিবেশে পানি বোতলজাত করার দায়ে তৌফিক ড্রিংকিং ওয়াটার ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে, অস্বাস্থ্যকর পরিবেশ খাবার তৈরি এবং প্যাকেটের লেবেলে অগ্রিম তারিখ লাগানোর জন্য হুগলী বেকারিকে আট হাজার (৮০০০) টাকা জরিমানা করা হয়েছে। রোববার নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আলোকে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি জানান, জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল মহোদয়ের নির্দেশে ভোক্তা অধিকার সংরক্ষণে এসব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।