সাতক্ষীরা

মিস্টার রোটাশিয়া বিজয়ী হয়েছেন বাংলাদেশের সানি

By daily satkhira

February 24, 2020

এশিয়া মহাদেশর রোটারেক্টদের সম্মেলন রোটাশিয়া দিল্লী ২০২০ এর শ্রেষ্ঠ পুরস্কার মিস্টার রোটাশিয়া বিজয়ী হয়েছেন বাংলাদেশের জাহিদুল ইসলান সানি। রবিবার বিকালে দিল্লী সেন্ট্রাল পার্কে রোটাশিয়ার সমাপনি অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়। রোটাশিয়ার দিল্লীর চেয়ারম্যান মনোজ মিতয়ালসহ অতিথিবৃন্দ পুরস্কার বিজয়ী সানির হাতে এ্যাওয়ার্ড তুলে দেন। বাংলাদেশর ইতিহাসে ২য় বারের মত এই পুরস্কার অর্জন করেন রোটাশিয়ায় অংশগ্রহণকারী আর আই ডি ৩২৮১ বাংলাদেশ দলের সদস্য সানি। সে রোটারেক্ট ক্লাব অব ঢাকা ফোট এর ক্লাব সার্ভিস ডিরেক্টর। ইতিপূর্বে সানি ২০১৯ সালের আর আই ডি ৩২৮১ ডিস্ট্রিক কনফারেন্স মি. এ্যাওয়ার্ড বিজয়ী হন। এছাড়া সে দেশ-বিদেশে বিভিন্ন প্রতিযোগীতা পুরস্কার অর্জন করে রোটার্য্যাক্ট এবং তার নিজ শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম বহন করেছেন। তার এই অর্জনে ডিআরআর আবু বককর সিদ্দিক রুপম সহ বাংলাদেশ দলের সকল সদস্যবৃন্দ এবং রোটারের্ক্ট পরিবার তাকে অভিনন্দন জানিয়েছেন। ব্যাক্তি জীবনে সে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভারসিটি থেকে কম্পিউটার সাইন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগ থেকে বি এস সি ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন। সানি বিদেশে উচ্চ শিক্ষা অর্জন করে দেশের সেবা করতে চায়। সে সকলের নিকট দোয়া কামনা করেছেন। প্রেস বিজ্ঞপ্তি