তালা

তালায় কৃষি মেলার উদ্বোধন

By daily satkhira

February 24, 2020

তালা প্রতিনিধি: তালায় মুজিব শততম বর্ষ উপলক্ষে “কৃষিই সমৃদ্ধি” প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৩ দিন ব্যাপি কৃষি মেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।

সোমবার সকালে মেলা উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র‌্যালি তালা উপ-শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্টানে তালা উপজেলা নির্বাহী অফিসার মো: ইকবাল হোসেনের সভাপত্বিতে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা -১(তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এ্যাড:মুস্তফা লুৎফুল্লাহ ।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা পীযুষ কান্তি পালের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার,ভাইচ চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান,মুরশিদা পারভীন পাপড়ী,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার,আওয়ামীলীগ নেতা প্রভাষক প্রণব ঘোষ বাবলু ।অনুষ্ঠানে স¦াগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি বিষয়ক কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ হেল আল-মামুন। আলোচনা সভা শেষে সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কৃষি ভিত্তিক ১৫টি ষ্টল পরিদর্শন করেন অতিথিদ্বয় । সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে মনোঙ্গ সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । উল্লেখ্য যে মেলাটি ২৪ তারিখ হতে ২৬ তারিখ পর্যন্ত চলবে ।