তালা প্রতিনিধি: তালা উপজেলার খেশরা ইউনিয়ন গ্রাম আদালতের মাধ্যমে এক অসহায় মহিলা ১২হাজার টাকা ফেরত পেয়েছেন। জমি বদলে টাকা পাওয়াতে অসহায় মহিলা, ইউপি চেয়ারম্যান সহ বিচারিক কার্যক্রম পরিচালনা কারীদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন । প্রকাশ উপজেলার খেশরা ইউনিয়নের শাহাজাতপুর গ্রামের এজ্জেত আলী শেখ এর স্ত্রী মোছাঃ আমেনা বেগমের ৩ শতক জমি রুহুল আমিন মোড়ল দীর্ঘদিন জোরপূর্বক ভোগ দখল করছিলেন।তাকে বার বার বলা সত্বেও জমি বুঝে না দিয়ে তাল বাহানা করতে থাকে।নিরুপায় হয়ে আমেনা বেগম গ্রাম আদালতে ২০ টাকা ফি জমা দিয়ে মামলা করেন গত ইং ১২/১১/১৯ তারিখে।তার অভিযোগটি আমলে নিয়ে ইউনিয়ন পরিষদের বিচারিক প্যানেল পূর্নাঙ্গ শুনানির মাধ্যমে পাওনা জমির বিপরীতে ১২হাজার টাকা গত ইং ০৫/০১/২০ তারিখে আদায় করে দেন। গ্রাম আদালতে মাধ্যমে অল্প সময়ে সল্প খরচে আমেনা বেগমের মামলাটি নিষ্পত্তি করা হওয়াতে সে ইউপি চেয়ারম্যান প্রভাষক রাজিব হোসেন রাজু সহ বিচারিক প্যানেলের সকল সদস্য ধন্যবাদ জানান ।
খেশরা গ্রাম আদালত সহকারী শিউলি মল্লিক জানান, ইউনিয়নে গ্রাম আদালত শতভাগ সক্রিয় রয়েছে।মার্চ ২০১৭ থেকে জানুয়ারি ২০২০ পর্যন্ত এ ইউনিয়ন পরিষদ গ্রাম আদালতে মামলা গ্রহন করা হয়েছে ২১১ টি যার মধ্যে নিষ্পত্তি হয়েছে ২০৮ টি এবং চলমান রয়েছে ০৩ টি।তিনি আরও জানান এলাকার ছোটখাট বিরোধ নিষ্পত্তি সহ ইউপি চেয়ারম্যান প্রভাষক রজিব হোসেন রাজুর বিচক্ষণতার কারনে জনপ্রিয় হয়ে উঠেছে খেশরা ইউনিয়ন গ্রাম আদালত।