আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন বিমানবাহী রণতরী কার্ল ভিনসনের নেতৃত্বাধীন স্ট্রাইক গ্রুপ বহর সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য গোয়েন্দা জাহাজ পাঠিয়েছে রাশিয়া এবং চীন। জাপান সরকারের অনেক সূত্র থেকে এ কথা জানানো হয়েছে। মার্কিন এ নৌবহর কোরিয় উপদ্বীপের দিকে এগিয়ে চলেছে। পরমাণু-শক্তি চালিত বিমানবাহী রণতরীর নেতৃত্বাধীন বহর বর্তমানে চীন সাগরের কাছাকাছি রয়েছে বলে ধারণা করা হচ্ছে। আমেরিকাকে সতর্ক করে দেয়ার উদ্দেশ্যেই দেশ দুটি কার্ল ভিনসনের বিরুদ্ধে গোয়েন্দা জাহাজ পাঠিয়েছে বলে জাপানের সূত্রগুলো বলছে। অবশ্য এ ব্যাপারে তাৎক্ষণিক ভাবে মন্তব্য করার জন্য রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি। এদিকে, আমেরিকা আগ্রাসন চালালে কাল ভিনসনকে ধ্বংস করে দেয়া হবে বলে এরই মধ্যে হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া।