কালিগঞ্জ প্রতিনিধি : “কৃষিই সমৃদ্ধি” এই শ্লোগানকে সামনে রেখে কালিগঞ্জে ৩ দিনব্যাপি কৃষি মেলা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস চত্বরে কৃষি সম্প্রারণ অধিদফতরের আয়োজনে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম, জগলুল হায়দার। পরে মেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মেলা চত্ত্বরের মুক্ত মঞ্চে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেলের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু‘র সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ রুহুল আমিন। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, থানা অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেন, ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম, দিপালী রানী ঘোষ প্রমুখ। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিন ব্যাপি এ মেলায় ২০টি স্টল স্থান পায়। গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের বাস্তবায়নে মঙ্গলবার থেকে শুরু হওয়া মেলাটি চলবে আগামি বৃহস্পতিবার পর্যন্ত। কৃষি মেলায় দর্শনার্থীদের উপকুলিও কৃষির আধুনিক, লাগসই ও পরিবেশ বান্ধব প্রক্তুক্তিসহ বিষমুক্ত শাক-সবজি, ফল উৎপাদনের কৌশল ও ধারণা দেওয়া হয়।