কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জে লবণাক্ত সহনশীল আলুর জাত সম্প্রসারণ কর্মসূচির উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার কুশুলিয়া রতখোলা এলাকার চাষকৃত ক্ষেতের আলু বীজ সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ বিষয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সহযোগিতায় ও প্রদীপনের বাস্তবায়নে কুশুলিয়া গ্রামের জয়দেব মন্ডলের বাড়ির আঙ্গিণায় ৬০জন কৃষকদের লবণাক্ত সহনশীল আলুর জাত সম্প্রসারণ কর্মসূচির উপর বিশেষ আলোচনা সভায় বক্তব্য রাখেন সিআইপি প্রজেক্ট ম্যানেজার কৃষিবীদ ড. শফিউর রহমান, প্রদীপনের প্রজেক্ট অফিসার দূর্গপদ সরকার, জেনারেল ম্যানেজার হাফিজুর রহমান, ক্রেডিট কো-অডিনেটর মনির হোসেন প্রমুখ। এসময় বক্তাগন বলেন, বীজ আলু রাখতে হলে কেটে লাগানো যাবেনা। আলু কেটে লাগালে আলুতে ভাইরাস ঢুকে যায়। বীজ সংরক্ষণ করতে হলে আলু উঠানোর কমপক্ষে ৭ থেকে ১০ দিন পূর্বে গাছ টেনে তুলে ফেলতে হবে। তারপর মাটির নীচ থেকে আলু উঠিয়ে ক্লোস্টার রাখতে হবে।