শ্যামনগর

রতনপুর প্রধান শিক্ষকের বিরুদ্ধে উৎকোচ গ্রহনের অভিযোগ

By daily satkhira

February 25, 2020

পলাশ দেবনাথ: কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের কদমতলা সুরত আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হযরত আলী কতৃক অত্র বিদ্যালয়ের বি, পি, এড শিক্ষক মোঃ শহিদুল ইসলাম এর কাছ থেকে উৎকোচ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শিক্ষক মোঃ শহিদুল ইসলাম এই প্রতিবেদককে জানান, আমার সাথে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক এর বিভিন্ন সময়ে মনোমালিন্য ঘটার ফলে তিনি আমাকে শোকজ করেন। তৎকালিন সভাপতি/প্রতিষ্ঠাতা জি এম সুরত আলী চিকিৎসার জন্য ভারতে অবস্থান করায় আমি তার অধীনস্থ সহকারী শিক্ষক থাকায় তার অনৈতিক,অযৌক্তিক দাবী পূরণে আমাকে জিম্মি করে রাখেন। এক পর্যয়ে আমার চাকুরী খাওয়ার হুমকি দেখিয়ে ৩৪০টাকা মূল্যের স্ট্যাম্প যাহা চাকুরী বিধি বহির্ভূত এবং বিগত ১১/০৭/২০১৯ ইং তারিখে রুপালী ব্যাংক লিমিটেড, নলতা মোবারকনগর শাখার হিসাব নং -৯২৩৯ এর চেক নং-ঝইখঝ ক্রমিক ৬০৫০৭৮৫ হইতে ৬০৫০৭৯০ পর্যন্ত মোট ৬টি স্বাক্ষরিত খালি পাতা নিয়ে নেন। এবং তিনি ভয় দেখিয়ে বলেন আশি হাজার টাকা দিলে শোকজ প্রত্যাহার সহ স্ট্যাম্প ও চেকের পাতা ফেরত দেওয়া হবে। কিছু দিন আগে টাকা দেওয়ার পরও তিনি স্ট্যাম্প ও চেকের পাতা ফেরত না দিয়ে বিভিন্ন ভাবে আমাকে বিপাকে ফেলার প্রচেষ্টা করছেন বলে তিনি জানান। এবিষয় ভুক্তোভোগী সহকারী শিক্ষক নিজ হাজির হয়ে কালিগঞ্জ থানায় একটি অভিযোগ এবং একটি সাধারন ডায়েরী করেন যার নং-৭৭৪ তাং ১৮/০২/২০২০। উক্ত অভিযোগ ও ডায়েরীর প্রেক্ষিতে কালিগঞ্জ থানা কতৃক তদন্ত করা হয়েছে বলে জানা গেছে। অভিযোগের বিষয় নিয়ে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক এর সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি বলেন আমার বিষয় অভিযোগ মিথ্যা ও বানোয়াট, সভাপতি ও সহকারী শিক্ষক মিলে আমাকে হেয় করার জন্য পায়তারা চালাচ্ছে।